Deepika Padukone : গেহেরাইয়া-র চরিত্র থেকে বেরোতে পারছেন না দীপিকা? ফের সাহসী কায়দায় ধরা দিলেন অভিনেত্রী
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Deepika Padukone: সাদা টিউব করসেট ও প্যান্ট পরে পারদ চড়ালেন দীপিকা। নেটিজেন বলছে আলিশা-র চরিত্র থেকে বেরোতে পারছেন না দীপিকা।
advertisement
1/9

অভিনেত্রী দীপিকা পাডুকোন এই মুহূর্তে তাঁর ছবি গেহেরাইয়া নিয়ে ব্যস্ত। ছবিটি নিয়ে বহু আলোচনা হচ্ছে। প্রশংসিত হচ্ছে দীপিকার অভিনয়ও।
advertisement
2/9
তবে ছবিতে অভিনয়ের পাশাপাশি এই ছবির প্রচারেও একেবারে অন্য রূপে দেখা গিয়েছে দীপিকাকে। একের পরে এক বোল্ড লুকে ধরা দিয়েছেন। এবার সাদা টিউব করসেট ও প্যান্ট পরে পারদ চড়ালেন দীপিকা। নেটিজেন বলছে আলিশা-র চরিত্র থেকে বেরোতে পারছেন না দীপিকা।
advertisement
3/9
ডিপ নেক অ্যানিমাল প্রিন্টেড পোশাকে দীপিকা। বলিউডের ঘোষিত ফ্যাশনিস্তা তিনি।
advertisement
4/9
গেহেরাইয়া ছবিতে একটি সাহসী চরিত্রে অভিনয় করেছেন দীপিকা। চরিত্রের নাম আলিশা। অভিনয়ে মুগ্ধ করেছেন তিনি। পোশাকও তাই সাহসী বেছে নিচ্ছেন অভিনেত্রী।
advertisement
5/9
সবুজ নিয়ন মিনি স্কার্টের উপরে কালো জ্যাকেট। নজর কাড়ছে দীর্ঘাঙ্গী অভিনেত্রীর টোনড পদযুগল।
advertisement
6/9
ডেনিম বডিস্যুটের সঙ্গে জগার প্যান্ট। দীপিকা নতুন ফ্যাশন ট্রেন্ড চালু করছেন।
advertisement
7/9
সম্প্রতি কালো এই ডিপ নেক বডিকন পোশাকে উষ্ণতা বাড়িয়েছেন অভিনেত্রী। এই পোশাকে স্পষ্ট দীপিকার ক্লিভলাইন। পোশাকের সঙ্গে হেয়ারস্টাইল, মেক আপ ও অ্যাকসেসরিজ মানানসই অভিনেত্রীর।
advertisement
8/9
সম্পূর্ণ সাদা পোশাকে দীপিকা। অভিনেত্রী বার বার অভিনয়ে ও ফ্যাশনে দর্শকদের অবাক করেন।
advertisement
9/9
গত ১১ ফেব্রুয়ারি আমাজন প্রাইমে মুক্তি পেয়েছে গেহেরাইয়া। ছবিতে অভিনয় করেছেন সিদ্ধান্ত চতুর্বেদী, অনন্যা পাণ্ডে, ও ধারিয়া কারওয়া।