Toxic: A Fairy Tale for Grown-Ups: টক্সিক ছবিতে উদ্দাম ঘনিষ্ঠতায় লিপ্ত দক্ষিণী সুপারস্টার যশ! মহিলা কমিশনে অভিযোগ দায়ের
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Toxic movie controversy: 'টক্সিক’ টিজারে উদ্দাম যৌনতা দেখিয়ে আইনি বিপাকে দক্ষিণী সুপারস্টার যশ। ভারতীয় সংস্কৃতিকে কলুষিত করার অভিযোগে মহিলা কমিশনের দ্বারস্থ কর্ণাটকের আম আদমি পার্টির মহিলা শাখা।
advertisement
1/5

'টক্সিক’ টিজারে উদ্দাম যৌনতা দেখিয়ে আইনি বিপাকে দক্ষিণী সুপারস্টার যশ। ভারতীয় সংস্কৃতিকে কলুষিত করার অভিযোগে মহিলা কমিশনের দ্বারস্থ কর্ণাটকের আম আদমি পার্টির মহিলা শাখা।
advertisement
2/5
গোরস্থানের অন্দরে ঘনিষ্ঠ দৃশ্যে ভরপুর ঝলকের জেরে কন্নড় সংস্কৃতিকে অপমানের অভিযোগ উঠেছে যশের বিরুদ্ধে।
advertisement
3/5
শুধু তাই নয়, কোনওরকম সতর্কীকরণ ছাড়াই সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে যেভাবে খুল্লমখুল্লা ‘টক্সিক’ চর্চা অব্যহত, তাতে ভারতীয় সংস্কৃতিকে কলুষিত করার অভিযোগ তুলে ক্ষোভ উগড়ে দিয়েছে কর্ণাটকের আপের মহিলা শাখা। রাজ্যের মহিলা কমিশনে অভিযোগ জমা দিয়েছে তারা।
advertisement
4/5
টক্সিকের বিতর্কের মুহুর্তগুলির মধ্য রয়েছে অভিনেতা যশ একটি গাড়ির মধ্যে যৌনতায় লিপ্ত হচ্ছেন। ছবির মুহূর্ত তৎক্ষণাৎ ভাইরাল হয়ে যায়।
advertisement
5/5
যশের সঙ্গে এই ছবিতে অভিনয় করেছেন কিয়ারা আডবাণী, হুমা কুরেশি, তারা সুতারিয়া-সহ বেশ কিছু তারকা। এই ছবি শুরু থেকেই বিতর্কের কেন্দ্রে, এবার সরাসরি অভিযোগ জমা পড়ল 'টক্সিকের' বিরুদ্ধে।