advertisement
1/9

• ফের মন জয় করলেন দীপ-বীর ৷ মোহময়ী আবেশে বশ করলেন যেন ৷ এবার আর কোনও ঢাক ডাক গুড় গুড় নয় ৷ নিজেরাই পোস্ট করলেন বেঙ্গালুরুর রিসেপশনের প্রথম ছবি ৷ ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷
advertisement
2/9
• বেঙ্গালুরুর ‘দ্য লীলা’য় আজ দীপ-বীরের প্রথম রিসেপশন পার্টি ৷ বেজ-কালো কম্বিনেশনে মন জয় করলেন বাজিরাও-মস্তানি ৷ বিয়ের প্রতিটা দিনের মতো এদিনও দু’জনেরই পরনে ছিল সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা পোশাক ৷ দীপিকা বেছে নিলেন বেজ-গোল্ডেন শাড়ি ৷ সঙ্গে সবুজ কুন্দনের গয়না আর চওড়া সিঁদুর ৷ রণবীর পরেছেন কালো রঙের বন্ধগলা ৷ ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷
advertisement
3/9
মঙ্গলবারই মুম্বই থেকে বেঙ্গালুরু উড়ে গিয়েছেন দুই তারকা। দু'জনেই বিমানবন্দরে এসেছিলেন সাদা পোশাকে সেজে। (Photo collected)
advertisement
4/9
লীলা প্যালেসের গ্র্যান্ড বলরুমে হবে 'দীপবীর'-এর রিসেপশন পার্টি। (Photo: The Leela)
advertisement
5/9
এই রিসেপশনে দুই পরিবারের দেশের আত্মীয় ও ঘনিষ্ঠরাই নিমন্ত্রিত হবেন। দীপিকা ও রণবীরের আত্মীয় স্বজন ও বন্ধুরা যাঁরা লেক কোমো বিয়েতে উপস্থিত থাকতে পারেননি তাঁরাও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন (Photo collected)
advertisement
6/9
দীপবীরের রূপকথার বিয়ের ছবি দেখে মুগ্ধ হয়েছেন অনেকেই। এবার পালা রিসেপশনের ছবির। সেই অপেক্ষারও অবসান ঘটল ৷
advertisement
7/9
দীপবীরের বিয়ের ছবি বলিউডের সিনেমার মতোই রঙিন (Photo: The Leela)
advertisement
8/9
এই দিন চারটি স্তম্ভের উপর টাঙানো শামিয়ানার নিচে দাঁড়াবেন নব-দম্পতি। রিসেপশনেও সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা পোশাকই পরবেন দীপিকা। (Photo: The Leela)
advertisement
9/9
এর পর ২৮ নভেম্বর আরেকটি রিশেপশন হওয়ার কথা মুম্বইতে। সেই পার্টিতে দেখা যাবে বলিউডের অন্য সেলিব্রিটিদের। (Photo; The Leela)