গণেশ চতুর্থীর ছবি পোস্ট করতেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোলড হলেন সারা আলি খান
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
সারা শুধুমাত্র একজন মুসলমান নন । তাঁর মা হিন্দু । তাই প্রতিটি ধর্মের উৎসবই তিনি সমানভাবে অংশ গ্রহণ করেন ।
advertisement
1/9

• সেলেবদের খ্যাতি যেমন রয়েছে তেমনই রয়েছে খ্যাতির বিড়ম্বনাও । পান থেকে চুন খসলেই নেটিজেনরা শুরু করে দেন ট্রোলিং । কখনও আবার ভুল চুক হওয়ারও দরকার নেই । বিনা কারণেই শুরু হয়ে যায় কটূক্তি, বিদ্রুপ । ছবি: ইনস্টাগ্রাম ।
advertisement
2/9
• যেমন হল সারা আলি খানের সঙ্গে । একদিকে সুশান্তের মৃত্যুর পর থেকে নেপোকিড হওয়ার দৌলতে এবং সুশান্তের সঙ্গে প্রেমের সম্পর্কে থাকার দাবিতে তাঁকে আক্রমণের মুখে পড়তে হয়েছিল । এ বার তাঁর ধর্মের কারণে ফের ট্রোলড হতে হল সইফকন্যাকে । ছবি: ইনস্টাগ্রাম ।
advertisement
3/9
• সারার বাবা সইফ আলি খান ইসলাম ধর্মাবলম্বী । কিন্তু তা সত্ত্বেও প্রতি বছরের মতো এ বছরও গণেশ চতুর্থীর পুজোয় অংশ নিয়েছিলেন সারা। আর এতেই ক্ষুব্ধ নেটিজেনরা ।
advertisement
4/9
• সারা গণেশ পুজোর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছিলেন, ‘গণপতি বাপ্পা মোরিয়া’ । এরপরেই নেটিজেনরা তাঁকে আক্রমণ করতে শুরু করেন, কেন একজন মুসলমান হয়ে গণেশের পুজো করেছেন তিনি । ছবি: ইনস্টাগ্রাম ।
advertisement
5/9
• তবে এর মধ্যেও কয়েকজন অবশ্য সারার পক্ষে দাঁড়িয়ে বলেন, সারা শুধুমাত্র একজন মুসলমান নন । তাঁর মা হিন্দু । তাই প্রতিটি ধর্মের উৎসবই তিনি সমানভাবে অংশ গ্রহণ করেন । ছবি: ইনস্টাগ্রাম ।
advertisement
6/9
• ইদে ভক্তদের শুভেচ্ছা জানান । ছবি: ইনস্টাগ্রাম ।
advertisement
7/9
• ক্রিসমাসেও অংশ নেন তিনি । ছবি: ইনস্টাগ্রাম ।
advertisement
8/9
• আবার হোলিতে সবার সঙ্গে রং মাখতেও আপত্তি নেই । ছবি: ইনস্টাগ্রাম ।
advertisement
9/9
• আসলে ধর্মের নাম মানবতা । আর ধর্মের রং সর্বজনীন । ছবি: ইনস্টাগ্রাম ।