সায়রা বানুর জন্মদিন: কীভাবে হিন্দি সিনেমার ‘রানি’ হয়ে উঠেছিলেন সায়রা ?
Last Updated:
advertisement
1/13

৭৪-এ পা দিলেন অভিনেত্রী সায়রা বানু। এই বয়সেও সত্তরের দশকের নায়িকা দারুণ সুন্দরী। ব্রিটিশ ভারতের মুসৌরিতে জন্ম ১৯৪৪ সালের ২৩ অগাস্ট | মা ছিলেন তিন ও চার দশকের নামী নায়িকা নাসিম বানু | বাবা‚ প্রযোজক এহসান উল হক | (Photo Collected)
advertisement
2/13
তাঁর বাবার পারিবারিক শিকড় খুবই অভিজাত | কিন্তু মায়ের দিক দিয়ে পারিবারিক অবস্থান বিশেষ সম্মাননীয় ছিল না | সায়রা বানুর দিদিমা ছিলেন চামিয়াঁ বাঈ | বিভিন্ন রাজা-সুলতানের দরবারে নৃত্যগীত পরিবেশন করতেন তিনি |(Photo Collected)
advertisement
3/13
সায়র বানু ও তাঁর ভাই সুলতান যখন ছোট‚ বিচ্ছেদ হয়ে যায় তাঁদের বাবা মায়ের | দুই ভাইবোনকে পাঠিয়ে দেওয়া হয় ইংল্যান্ডে | লন্ডনে দীর্ঘদিন ছিলেন দুজনে | (Photo Collected)
advertisement
4/13
১৬ বছর বয়সে প্রথম অভিনয় করে সায়রা বানুর ৷ শাম্মি কাপুরের বিপরীতে জঙ্গলি ছবিতে ৷ প্রথম ছবিতেই বাজিমাত ৷ দর্শক মনে জায়গা করে নেন নবাগতা ৷ (Photo collected)
advertisement
5/13
তবে নাচ না জানায় সমকালীন নায়িকাদের থেকে পিছিয়ে পড়তেন তিনি ৷ কঠোর প্রশিক্ষণে ধ্রুপদী নাচ আয়ত্ত করেন তিনি ৷ (Photo collected)
advertisement
6/13
অভিনয়ের পাশাপাশি চূড়ান্ত জনপ্রিয় হয় তাঁর স্টাইল স্টেটমেন্ট ৷ তাঁর বেশিরভাগ পোশাক আর গয়না ছিল মা নাসিম বানুর ডিজাইন করা ৷ ইন্ডিয়ান ও ওয়েস্টার্ন দু রকমের পোশাকেই স্বচ্ছন্দ তিনি ৷ (Photo Collected)
advertisement
7/13
শাম্মি কাপুর ছাড়া বিশ্বজিৎ‚ রাজেন্দ্র কুমার‚ জয় মুখার্জি‚ ধর্মেন্দ্রর সঙ্গে জমে ওঠে তাঁর জুটি ৷ গ্ল্যামারাস রোম্যান্টিক নায়িকার ভূমিকায় তিনি অতুলনীয়া ৷
advertisement
8/13
তাঁর ফিল্মোগ্রাফিতে উল্লেখযোগ্য হল আয়ি মিলন কি বেলা‚ আদমি আউর ইনসান‚ আও প্যায়ার করেঁ‚ পুরব অউর পশ্চিম‚ ব্লাফমাস্টার‚ দূর কি আওয়াজ‚ ঝুক গ্যয়া আসমান‚ পকেটমার এবং অবশ্যই পড়োশন ৷ (Photo Collected)
advertisement
9/13
দিলীপ কুমারের প্রতি দুর্বলতা কোনওদিন লুকোননি তিনি ৷ পরিচালকদের কাছে অনুরোধ দিতেন দিলীপ কুমারের বিপরীতে তাঁকে সুযোগ দেওয়ার জন্য ৷ দিলীপ কুমার চোস্ত উর্দু বলেন বলে শিক্ষকের কাছে এই ভাষা শিখেছিলেন সায়রা বানু ৷ (Photo Collected)
advertisement
10/13
শোনা যায় রাম অউর শ্যাম ছবিতে প্রথমে তাঁকেই নায়িকা হিসেবে ভাবা হয়েছিল ৷ কিন্তু না করে দেন স্বয়ং দিলীপ কুমার ৷ সায়রা বানু তাঁর থেকে ২২ বছরের ছোট বলে ৷ দুজনের কেরিয়ারে একসঙ্গে ছবি নামমাত্র ৷ (Photo Collected)
advertisement
11/13
রাজ কাপুর‚ দেব আনন্দের সঙ্গেও অভিনয় করে ফেলেছিলেন সায়রা বানু ৷ কিন্তু অধরা ছিল স্বপ্নের নায়কের সঙ্গে কাজ ৷ মুঘল-এ-আজম ছবির প্রেমিয়ার শো-এর পার্টিতে মায়ের ভারী শাড়ি‚ গয়নায় সেজে গিয়েছিলেন তিনি ৷ শুধু দিলীপ কুমারের জন্য ৷ কিন্তু দিলীপ কুমার নিজেই আসেননি সেখানে ৷ (Photo Collected)
advertisement
12/13
অবশেষে দিলীপ কুমার এলেন তাঁর জীবনে ৷ সত্যি হল সায়রা বানুর ছোট বেলার স্বপ্ন ৷ ১৯৬৬ সালে বিয়ে হল দিলীপ কুমার-সায়রা বানুর ৷ স্বপ্নের মানুষ‚ মনের মানুষ তখন জীবনসঙ্গী ৷ (Photo Collected)
advertisement
13/13
অবশেষে দিলীপ কুমার এলেন তাঁর জীবনে ৷ সত্যি হল সায়রা বানুর ছোট বেলার স্বপ্ন ৷ ১৯৬৬ সালে বিয়ে হল দিলীপ কুমার-সায়রা বানুর ৷ স্বপ্নের মানুষ‚ মনের মানুষ তখন জীবনসঙ্গী ৷ দুজনে একসঙ্গে কাটিয়ে দিয়েছেন ৫১ টি বছর ৷ পরে আরও একবার বিয়ে করেছিলেন দিলীপ কুমার | কিন্তু সেটির স্থায়িত্ব ছিল কয়েক বছর ৷ (Photo Collected)