নেট দুনিয়ায় বোমা ফাটাচ্ছেন রামগোপাল বর্মার নয়া আবিষ্কার, ওড়িশার মেয়ে অপ্সরা রানি
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
নেট দুনিয়ায় বোমা ফাটাচ্ছেন রামগোপাল বর্মার নয়া আবিষ্কার ওড়িশার নায়িকা অপ্সরা রানি! পরিচালকের নতুন ওয়েব সিরিজ 'থ্রিলার'-এর নায়িকা অপ্সরা! এই মুহূর্তে অপ্সরা ছাড়া আর কিছুই বুঝছেন না রামগোপাল! প্রশংসায় পঞ্চমুখ
advertisement
1/6

নেট দুনিয়ায় বোমা ফাটাচ্ছেন রামগোপাল বর্মার নয়া আবিষ্কার ওড়িশার মেয়ে অপ্সরা রানি! পরিচালকের নতুন ওয়েব সিরিজ 'থ্রিলার'-এর নায়িকা অপ্সরা! এই মুহূর্তে অপ্সরা ছাড়া আর কিছুই বুঝছেন না রামগোপাল! প্রশংসায় পঞ্চমুখ! ট্যুইটারে লিখেছেন, '' ওড়িশার ট্যালেন্ট নিয়ে আগে কখনও ভাবিনি! কিন্তু অপ্সরা রানিকে দেখার পর সেই ধারনা বদলেছে!''
advertisement
2/6
রামগোপাল জানিয়েছেন, ৭ ঘণ্টায় অপ্সরার ট্যুইটারে ফলোয়ারের সংখ্যা ১০ হাজার! 'থ্রিলার'-এর কেন্দ্রবিন্দুকে তিনি 'থ্রিলিং'-ও বলেছেন! Photo source: twitter
advertisement
3/6
ওড়িশার মেয়ে অপ্সরা রানি। ২০১৯ সালে 'ফোর লেটার্স' নামে একটি তেলেগু ছবিতে অভিনয় করেছিলেন। বড় হয়েছেন দেহরাদুনে, বর্তমানে থাকেন হায়দরাবাদে। Photo source: twitter
advertisement
4/6
অপ্সরা রানির আসল নাম অঙ্কিতা মহারাণা । মডেলিং দিয়ে কেরিয়ার শুরু, পরে অভিনয়ে আসেন।
advertisement
5/6
সিল্ক স্মিতার নামের থেকে অনুপ্রাণিত হয়েই নিজের নাম অপ্সরা রানি রাখেন সুন্দরী।
advertisement
6/6
'থ্রিলার'-এর সেটে অপ্সরা রানির সঙ্গে ডিনার করছেন রামগোপাল বর্মা!