TRENDING:

IN PICS: রণবীর কাপুরকে ভুল করে রণবীর সিং লিখলেন কেন অমিতাভ ?

Last Updated:
advertisement
1/7
IN PICS: রণবীর কাপুরকে ভুল করে রণবীর সিং লিখলেন কেন অমিতাভ ?
অয়ন মুখোপাধ্যায়ের 'ব্রহ্মাস্ত্র'তে প্রথমবার জুটি বাঁধলেন রণবীর,আলিয়া ৷ বাড়তি চমক ছবিতে রয়েছেন অমিতাভ বচ্চন। ‘ব্রহ্মাস্ত্র’-র দ্বিতীয় পর্বের শুটিংয়ের আগে স্ক্রিপ্ট রিডিং সেশনে গিয়েছিলেন তিনি। উপস্থিত ছিলেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়, নায়ক রণবীর কাপুর ও নায়িকা আলিয়া ভাট। সকলের ছবি নিজের প্রোফাইলে পোস্ট করেন সিনিয়র বচ্চন। (Photo: Instagram)
advertisement
2/7
কিন্তু ক্যাপশন দিতে গিয়েই ভুল করে ফেললেন অমিতাভ বচ্চন। রণবীর কাপুরের বদলে রণবীর সিংয়ের নাম লিখে বসেন তিনি। আর এর ফলে কটাক্ষের শিকার হতে হয় বিগ বিকে (Photo: Instagram)
advertisement
3/7
পরক্ষণেই অবশ্য নিজের ভুল শুধরে নেন তিনি। রণবীর সিংয়ের নাম পালটে রণবীর কাপুর লিখে আবার এই ছবি পোস্ট করে তিনি।(Photo: Instagram)
advertisement
4/7
কিন্তু ততক্ষণে এই খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। শেষে সাফাই দিতে বাধ্য হন বিগ বি। আরেকটি ছবি পোস্ট করে লেখেন ‘টাইপো’র কারণেই এমনটা হয়েছে। (Photo: Instagram)
advertisement
5/7
রণবীর-আলিয়া জীবনে প্রথমবার অভিনয় করতে চলেছেন ‘ বিগ বি’র সঙ্গে। (Photo: Instagram)
advertisement
6/7
ইজরায়েলে ছবির অভিনেতাদের কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরতে দেখা গেলেও বিশেষ কোনও আপডেট পাওয়া যায়নি ‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে। এবার কিছুটা আপডেট দিলেন বিগ বি। (Photo: News18, Special Arrangement)
advertisement
7/7
‘ব্রহ্মাস্ত্র’-র দ্বিতীয় পর্বের শুটিংয়ের আগে স্ক্রিপ্ট রিডিং সেশন (Photo: Instagram)
বাংলা খবর/ছবি/বিনোদন/
IN PICS: রণবীর কাপুরকে ভুল করে রণবীর সিং লিখলেন কেন অমিতাভ ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল