‘তিনি ব্যস্ত নাচ, গান, মত্ততায়, নীচের তলায় পড়ে অসুস্থ সুশান্ত! রিয়ার মনে পড়ে?’ প্রশ্ন উঠল আদালতে
- Published by:Uddalak Bhattacharya
- news18 bangla
Last Updated:
সুশান্ত সিং রাজপুতের বিশয়ে যথেষ্ট উদাসীন ছিলেন রিয়া চক্রবর্তী, এমনই অভিযোগ সুশান্তের পক্ষের আইনজীবীর।
advertisement
1/5

• সুশান্ত সিং রাজপুতের জীবন নিয়ে বারবার উদাসীনতার পরিচয় দিয়েছেন রিয়া চক্রবর্তী। আদালতে শুনানির সময় এমনই অভিযোগ করলেন সুশান্তের পক্ষের আইনজীবী বিকাশ সিং।
advertisement
2/5
• তিনি বলেন, ‘রিয়া এতটাই নিজের সুখের প্রতি মত্ত ছিলেন যে আলাদা তলায় তিনি পার্টি করতেন। একদিকে অসুস্থ হয়ে সুশান্ত পড়ে থাকতেন একটি তলায় আর উপরের তলায় চলত হুল্লোড়, পার্টি।’
advertisement
3/5
• শুধু তাই নয়, বিকাশ সিং আরও অভিযোগ করেছেন, সুশান্তের সঙ্গে যদি রিয়ার ভালবাসার সম্পর্কই থেকে থাকে, তাহলে তাঁকে বিপদের মধ্যে দেখেও কেন রিয়া চলে এলেন? কেন সঙ্গ দিলেন না? বিপদ থেকে বের করতে আনতে কেন সাহায্য করলেন না?
advertisement
4/5
• আর্থিক বিষয়ে একাধিক অভিযোগ করেছেন তিনি। তিনি বলেছেন, রিয়া ইচ্ছা করে সুশান্তের চাটার্ড অ্যাকাউন্ট্যান্টকে বদলে দিয়েছিলেন। নিজের নামে অনেকগুলি অ্যাকাউন্ট করেছিলেন। অর্থ তছরুপের এর চেয়ে বড় প্রমাণ আর কী হতে পারে?
advertisement
5/5
• এর আগে সুশান্তের বান্ধবী রিয়া অভিযোগ করেছিলেন, তাঁকে হেনস্থা করেছেন সুশান্তের বোন। সুশান্তের পরিবারের আইনজীবী জানিয়েছেন, এটা আদালতের সামনে কেবলমাত্র অসহায়তা প্রমাণের মিথ্যা চেষ্টা, আর কিছুই নয়।