TRENDING:

Mahesh Bhatt-Pooja Bhatt Scandal: ‘মেয়ে না হলে বিয়ে করতাম’! পূজার ঠোঁটে ঠোঁট মহেশের, বাবা-মেয়ের বিতর্কিত সম্পর্কের ‘ফসল’ বলা হয়েছিল এই অভিনেত্রীকে

Last Updated:
পূজা ভাট মহেশ ভাট এবং তাঁর প্রথম স্ত্রী কিরন ভাটের কন‍্যা। অভিনয় জগতে আসার পর একটি ম‍্যাগাজিনের কভার শ‍্যুট করতে গিয়ে কন‍্যা পূজাকে ঠোঁটে চুম্বন করেন বাবা মহেশ।
advertisement
1/9
পূজার ঠোঁটে ঠোঁট মহেশের, বাবা-মেয়ের বিতর্কিত সম্পর্কের ‘ফসল’ বলা হয়েছিল কাকে?
বলিউড আর বিতর্ক, যেন সমার্থক। বলিউডের একাধিক তারকার সম্পর্কে বিভিন্ন সময় শোনা গিয়েছে বহু কেচ্ছা। বলিউডের খ‍্যাতনামা পরিচালক মহেশ ভাট এবং তাঁর কন‍্যা পূজা ভাটকে নিয়েও চর্চার শেষ নেই।
advertisement
2/9
পরিচালক বাবা মহেশের হাত ধরেই অভিনয় জগতে পা রাখেন পূজা। বাবার সঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন পূজা। তবে ভক্তদের দৃষ্টি আকর্ষণ তাঁদের সম্পর্কের সমীকরণ।
advertisement
3/9
বাবা-মেয়ের সম্পর্ক নিয়ে রটেছে অনেক কেচ্ছাও। নিজের মেয়ে সম্পর্কে বেফাঁস মন্তব‍্য করেছিলেন মহেশ। এমনকী মেয়েকে ‘বিয়ে’ করার মতো বিতর্কিত কথাও বলে বসেন অভিনেত্রী আলিয়া ভাটের বাবা।
advertisement
4/9
পূজা ভাট মহেশ ভাট এবং তাঁর প্রথম স্ত্রী কিরন ভাটের কন‍্যা। অভিনয় জগতে আসার পর একটি ম‍্যাগাজিনের কভার শ‍্যুট করতে গিয়ে কন‍্যা পূজাকে ঠোঁঠে চুম্বন করেন বাবা মহেশ।
advertisement
5/9
প্রাপ্তবয়স্ক কন‍্যাকে বাবার ঠোঁটে চুমু খাওয়ার ছবি ঘিরে দানা বাঁধতে থাকে বিতর্ক। ছবিতে দেখা যায় মহেশের কোলে বসে আছেন পূজা।
advertisement
6/9
এই বিতর্কের আগুনে ঘিয়ের কাজ করেছিল মেয়েকে নিয়ে করা মহেশের মন্তব‍্য। মহেশ বলেন, ‘‘যদি পূজা আমার মেয়ে না হত, তাহলে আমি ওকেই বিয়ে করতাম।’’
advertisement
7/9
এই মন্তব‍্য আর ছবি ঘিরে বাড়তে থাকে চর্চা। বাবা-মেয়ের সম্পর্ক নিয়ে রটতে থাকে কেচ্ছা। এমনকী মহেশে-পূজার এই সম্পর্কের রটনার ফল ভোগ করতে হয়েছে মহেশের আর এক কন‍্যা আলিয়া ভাটকেও।
advertisement
8/9
আলিয়া ভাট মহেশ ভাট এবং পূজা ভাটের কন‍্যা, এমন ভুয়ো খবর একসময় ছড়িয়ে পড়েছিল। এই মিথ‍্যে রটনা আলিয়াকে কষ্ট দিয়েছিল, তা নিজেই বলেছিলেন আলিয়া।
advertisement
9/9
যদিও পূজার জীবনের বিতর্ক এখানেই থামেনি। অ‍্যালকোহলের নেশায় আসক্ত ছিলেন পূজা। নিজেই জানিয়েছিলেন অভিনেত্রী, পরিচালক। পূজার বিবাহিত জীবনও সুখের হয়নি।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Mahesh Bhatt-Pooja Bhatt Scandal: ‘মেয়ে না হলে বিয়ে করতাম’! পূজার ঠোঁটে ঠোঁট মহেশের, বাবা-মেয়ের বিতর্কিত সম্পর্কের ‘ফসল’ বলা হয়েছিল এই অভিনেত্রীকে
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল