TRENDING:

Bollywood Love Gossips: বাবা ও ছেলের সঙ্গে প্রেম, চুমু! বলিউডের এই পাঁচ নায়িকার কাণ্ড জানলে অবাক হবেন

Last Updated:
Bollywood Love Gossips: এই পাঁচ নায়িকাকে চেনেন? পর্দায় বাবা ও ছেলে উভয়ের সঙ্গেই জুটি বেঁধে অভিনয় করে হয়েছিলেন সুপারহিট! ছিল প্রেমের গুঞ্জন! জানুন
advertisement
1/7
বাবা ও ছেলের সঙ্গে প্রেম, চুমু! বলিউডের এই পাঁচ নায়িকার কাণ্ড জানলে অবাক হবেন
বলিউডের এমন পাঁচ নায়িকা রয়েছেন যারা বাবা ও ছেলের এক সঙ্গে নায়িকা হয়েছেন! শুধু নায়িকা নয়, অনেকের সঙ্গে ছিল প্রেমের সম্পর্কও! জানেন কারা?
advertisement
2/7
বিনোদ খান্না ও তাঁর ছেলে অক্ষয় খান্না উভয়ের সঙ্গে প্রেমে জড়িয়েছেন মাধুরী দীক্ষিত। ‘দয়াবান’ সিনেমায় মাধুরী কাজ করেছেন বিনোদের সঙ্গে আর অক্ষয়ের সঙ্গে কাজ করেছেন 'মোহব্বত' সিনেমায়। যদিও এই প্রেমের কথা কেউ কখনও স্বীকার করেননি, সবটাই গুঞ্জন!
advertisement
3/7
এই তালিকায় রয়েছে শ্রীদেবীর নাম! তিনি একইসঙ্গে ধর্মেন্দ্র ও তাঁর ছেলে সানি দেওলের নায়িকা হিসাবে কাজ করেছেন। ‘নাকা বন্দি’ ছবিতে জমে উঠেছিল শ্রীদেবী-ধর্মেন্দ্রর প্রেম, অন্যদিকে ‘চালবাজ’, ‘সালতানাত’ ও ‘নিগাহে’র মতো ছবিতে সানির নায়িকা ছিলেন শ্রীদেবী। প্রেমের গুঞ্জন এখানেও ছিল!
advertisement
4/7
হেমা মালিনী বিটাউনের ড্রিমগার্ল! তিনি স্ক্রিনে রাজ কাপুর ও তাঁর ছেলে রণধীর কাপুর, পিতা-পুত্র উভয়ের নায়িকা হয়েছেন। ‘স্বপ্নো কা সওদাগর’ ছবিতে রাজ কাপুরের নায়িকা ছিলেন হেমা, এরপর ‘হাত কি সাফাই’ ছবিতে রণধীরের নায়িকা হিসেবে কাজ করেছেন। বলিউডে এদের প্রেম নিয়েও গুঞ্জন রয়েছে!
advertisement
5/7
এই তালিকায় রয়েছেন অমৃতা সিং। তিনি ধর্মেন্দ্র ও সানি দেওল উভয়ের নায়িকা হিসেবেই কাজ করেছেন। ‘সচ্চাই কি তাকত’ সিনেমায় ধর্মেন্দ্রের স্ত্রী ছিলেন অমৃতা, অন্যদিকে ‘বেতাব’ সিনেমায় সানি-অমৃতার রসায়ন আজও ভুলতে পারেননি দর্শকরা। সানির সঙ্গে রয়েছে প্রেমের গুঞ্জন!
advertisement
6/7
অভিনেত্রী ডিম্পল কাপাডিয়াও একইসঙ্গে ধর্মেন্দ্র ও সানি দেওলের একাধিক সিনেমার নায়িকা ছিলেন। সানি ও ডিম্পলের প্রেম কাহিনিও এক সময় চর্চায় এসেছিল!
advertisement
7/7
অন্যদিকে বিনোদ খান্না ও অক্ষয় খান্নার নায়িকার চরিত্রেও দেখা গিয়েছে ডিম্পলকে! দুজনেরই নায়িকা হয়েছেন তিনি!
বাংলা খবর/ছবি/বিনোদন/
Bollywood Love Gossips: বাবা ও ছেলের সঙ্গে প্রেম, চুমু! বলিউডের এই পাঁচ নায়িকার কাণ্ড জানলে অবাক হবেন
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল