TRENDING:

Ajay Devgn-Kajol: শাহরুখের সঙ্গে সিনেমা করতে গিয়ে মিসক‍্যারেজ! সবার সামনে সপাটে কাজলকে চড় স্বামী অজয়ের, তারপর যা হল...

Last Updated:
ইন্ডাস্ট্রির অন‍্যতম সেরা ‘কাপল’ বলা হয় অজয় এবং কাজলকে। শাহরুখ খান এবং কাজলের জুটি নিয়ে মাতামাতি থাকলেও অজয় কাজলের পর্দার বাইরের জুটি হিট। যদিও এই পাওয়ার কাপলের জীবনেও এসেছে একাধিক সমস‍্যা।
advertisement
1/7
শাহরুখের সঙ্গে সিনেমা করতে গিয়ে মিসক‍্যারেজ! সপাটে কাজলকে চড় স্বামী অজয়ের
পর্দায় শাহরুখ-কাজল মানেই অভূতপূর্ব রসায়ণ। তাঁদের জুটিতে আজও মুগ্ধ দর্শককুল। কিন্তু জানেন কি দুই তারকারই বাস্তব জীবনে বয়ে গিয়েছে বহু ঝড়। এমনকী অন্ত:স্বত্তা কাজলের গর্ভপাতও হয়েছিল।
advertisement
2/7
ইন্ডাস্ট্রির অন‍্যতম সেরা ‘কাপল’ বলা হয় অজয় এবং কাজলকে। শাহরুখ খান এবং কাজলের জুটি নিয়ে মাতামাতি থাকলেও অজয় কাজলের পর্দার বাইরের জুটি হিট। যদিও এই পাওয়ার কাপলের জীবনেও এসেছে একাধিক সমস‍্যা।
advertisement
3/7
২০০১ সালে শাহরুখ-কাজলের ‘কভি খুশি কভি গম’ ছবি মুক্তি পায়। বক্সঅফিসের সব রেকর্ড ভেঙে এই ছবি। করণ জোহরের পরিচালনায় ‘কে৩জি’ মারাত্মক হিট।
advertisement
4/7
কিন্তু এই ছবির শ‍্যুটিংয়েই কাজলের জীবনে ঘটে মর্মান্তিক ঘটনা। মিডিয়ার অন্দের কান পাতলে শোনা যায়, এই ছবির সেটে মারাত্মক ঝামেলা হয় অজয় কাজলের মধ‍্যে। কাজল অসুস্থ হয়ে পড়েছিলেন।
advertisement
5/7
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এই ছবির সেটেই একটি গানের শ‍্যুটিং করতে করতে মাথা ঘুরে পড়ে যান কাজল। খবর পেয়ে অজয় দৌড়ে যান সেখানে। সেসময় কাজল অন্ত:স্বত্তা ছিলেন।
advertisement
6/7
শোনা যায়, সেটে সকলের সামনেই বচসা হয় স্বামী স্ত্রীর। সবার সামনেই কাজলকে থাপ্পড় মারেন অজয়। যদিও এ বিষয়ে কাজল নিজে কখনও কিছুই বলেননি। কাজলের দুবার গর্ভপাত হয়েছিল বলেও শোনা যায়।
advertisement
7/7
তবে শুধু কাজল নয়, পরিচালক করণ জোহরের উপরেও রেগে যান অজয়। অন্ত:স্বত্তা অবস্থায় কাজলকে দিয়ে নাচ করানোর জন‍্য ভয়ঙ্কর রেগে যান অজয়। বহুদিন করণ এবং অজয়ের মধ‍্যে ঝামেলা চলেছিল। পরে সবকিছু অবশ‍্য স্বাভাবিক হয়ে যায়।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Ajay Devgn-Kajol: শাহরুখের সঙ্গে সিনেমা করতে গিয়ে মিসক‍্যারেজ! সবার সামনে সপাটে কাজলকে চড় স্বামী অজয়ের, তারপর যা হল...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল