advertisement
1/5

কলকাতার মেয়ে অন্তরা বিশ্বাস। ভোজপুরি সিনেমায় তিনি মোনালিসা নামেই পরিচিত। ভোজপুরি ছবির যেকোনো নজরকাড়া আইটেম গান মাতাতেও দেখা যায় তাকে। কলকাতার ওয়েব সিরিজ 'দুপুর ঠাকুরপো'-এর ঝুমা বউদির চরিত্রে অভিনয় করে দর্শকদের মাঝে ঝড় তুলেছেন এ 'বিগ বস' প্রতিযোগী। তাঁর শরীরী খাঁজে সব সময় উত্তেজনার সুরসুরি। শরীরই তাঁর প্রধান অস্ত্র। এই অস্ত্রে গোটা ইন্ডাস্ট্রি ঘায়েল। ভোজপুরি ছবির অভিনেতা বিক্রান্ত সিংহ রাজপুতের সঙ্গে প্রেম ছিল মোনালিসার। বিক্রান্ত ভারতের মেগা রিয়্যালিটি অনুষ্ঠান 'বিগ বস'-এ হাউসের মধ্যেই ভোজপুরি ছবির এ বাঙালি মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। photo source collected
advertisement
2/5
২০১৭ সালের ২০ জানুয়ারি ভারতের মেগা রিয়্যালিটি শো 'বিগ বস'-এর সেটে বিয়ে করেছিলেন এতে অংশগ্রহণকারী তারকা জুটি মোনালিসা-বিক্রান্ত। ২০ জানুয়ারি এ জুটির দ্বিতীয় বিবাহবার্ষিকী। বিশেষ দিনটি পালন করতে তারা উড়াল দিয়েছেন শ্রীলঙ্কায়। photo source collected
advertisement
3/5
শ্রীলঙ্কায় বিবাহবার্ষিকী উদযাপনের কথা ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে সবাইকে জানান দেন এ অভিনেত্রী নিজেই। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে বেশ সক্রিয় থাকতে দেখা তাকে। photo source collected
advertisement
4/5
নতুন বছর উপলক্ষে নতুন-নতুন আবেদনয়ী ছবি পোস্ট করে ইস্টাগ্রামে উষ্ণতা ছড়াতে দেখা গেছে এ অভিনেত্রীকে। photo source collected
advertisement
5/5
তাদের বিবাহবার্ষিকীর ছবিগুলো উষ্ণতার পারদকে যেন আরও ওপরে তুলে দিয়েছে। photo source collected