TRENDING:

Manoj Bajpayee 2nd Marriage: মুসলিম পরিচয় লুকনো অভিনেত্রী নেহা স্ত্রী হওয়ার আগেও বিয়ে করেছিলেন মনোজ বাজপেয়ী!

Last Updated:
অভিনেতার ব্যক্তিগত জীবনের এক গোপন রহস্য বেশিরভাগই জানেন না যে, মনোজ বাজপেয়ী দু'বার বিয়ে করেছেন (Manoj Bajpayee 2nd Marriage)।
advertisement
1/8
মুসলিম পরিচয় লুকনো অভিনেত্রী নেহা স্ত্রী হওয়ার আগেও বিয়ে করেছিলেন মনোজ বাজপেয়ী!
৫২ বছরের মনোজ বাজপেয়ী (Manoj Bajpayee) বলিউডের অন্যতম সেরা অভিনেতাদের অন্যতম। বিহার থেকে দিল্লি, পরে মুম্বইতে গিয়ে মনোজের জীবনের অভিনেতা হয়ে ওঠার গল্প অনেকেরই কম-বেশি জানা। তবে অভিনেতার ব্যক্তিগত জীবনের এক গোপন রহস্য বেশিরভাগই জানেন না যে, মনোজ বাজপেয়ী দু'বার বিয়ে করেছেন (Manoj Bajpayee 2nd Marriage)।
advertisement
2/8
১৯৯৪ সালে দ্রোহকাল ও ব্যান্ডিট কুইন-এর মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন মনোজ। তবে দর্শকমনে পরিচয় ও ভালোবাসা পেতে তার পর চার বছর কেটে যায় মনোজের জীবনের। সত্যা ছবিতে ভিখু মাতরের চরিত্র রাতের মধ্যে সুপারস্টার তৈরি করে মনোজকে।
advertisement
3/8
মনোজ বাজপেয়ীর স্ত্রী শাবানা রাজা। তাঁকে বেশিরভাগই চেনেন নেহা নামে। এবং অদ্ভুত বিষয় হল নেহা নিজেও বলিউডের একজন অভিনেত্রী। ২০০৬ সালে বিয়ে করেন মনোজ বাজপেয়ী ও শাবানা ওরফে নেহা। তাঁদের ২০১১ সালে কন্যাসন্তান হয়, নাম আওয়া নাইলাহ।
advertisement
4/8
১৯৯৮ সালে শাবানা রাজা ওরফে নেহার প্রথম ছবি মুক্তি পেয়েছিল ববি দেওলের সঙ্গে 'কারিব' ছবিতে। হোগি প্যায়ার কি জিত, ফিজা ছবিতেও কাজ করেছেন তিনি। 'কারিব' মুক্তির পর প্রথম দেখা হয়েছিল মনোজ ও শাবানার। সেই বছরই ওই একই সময় মনোজের 'সত্যা' মুক্তি পেয়েছিল।
advertisement
5/8
অনেকেই হয়তো জানেন না, শাবানা রাজা কখনও হিন্দু-মুসলিমকে আলাদা ভাবে দেখেননি। এই বৈশিষ্ট্য তাঁর রক্তে রয়েছে। তাঁর পরিবারও নিজেদের থেকে হিন্দুদের স্বতন্ত্র ভাবে না। কিন্তু সেই মেয়েকেই এক সময় নিজের ভাবনার বাইরে বার হতে হয়েছিল। মুসলিম হওয়ার জন্য চূড়ান্ত অপমান করা হয়েছিল তাঁকে।
advertisement
6/8
জোরজবরদস্তি তাঁর নাম বদলে ফেলা হয়েছিল। কেরিয়ারের তাগিদে একপ্রকার বাধ্য হয়ে তাতে রাজিও হতে হয়েছিল তাঁকে। অনেক বছর পর নিজের প্রকৃত পরিচয় ফিরে পান তিনি। তবে একমাত্র সন্তানের জন্মের পর স্বেচ্ছায় অভিনয় থেকে বিরতি নেন তিনি।
advertisement
7/8
মনোজ বাজপেয়ী শাবানাকে বিয়ে করার আগে দিল্লিতে থাকাকালীন একটি মেয়ের সঙ্গে বিয়ে করেছিলেন মনোজ। তবে জানা যায়, সেই বিয়ে বেশিদিন টেঁকেনি। মাত্র দু'মাসের মধ্যেই ছাড়াছাড়ি হয়ে যায় তাঁদের।
advertisement
8/8
কাজের দিক থেকে সবে 'ডায়াল ১০০' মুক্তি পেয়েছে মনোজের। তার আগে ওয়েব সিরিজ 'ফ্যামিলি ম্যান ২' দারুণ সফল হয়েছে। এই বছরের সবচেয়ে প্রতীক্ষিত সিরিজ ছিল এটি। ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়ার কথা থাকলেও, সেটি শেষ পর্যন্ত পিছিয়ে যায়। ওটিটি-তে মুক্তি পাওয়ার পরই সুপারহিট হয়ে যায় মনোজের 'ফ্যামিলি ম্যান ২'। এর আগে প্রথম সিরিজেও কামাল করেছিলেন অভিনেতা।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Manoj Bajpayee 2nd Marriage: মুসলিম পরিচয় লুকনো অভিনেত্রী নেহা স্ত্রী হওয়ার আগেও বিয়ে করেছিলেন মনোজ বাজপেয়ী!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল