TRENDING:

ডাকসাইটে ১০ বলিউড অভিনেত্রী, জড়িয়ে গিয়েছিলেন MMS কেলেঙ্কারিতে! নাম শুনলে থ হয়ে যাবেন

Last Updated:
MMS Scandal : ভিডিওতে তাঁদের দুজনকেই মেক আউট করতে দেখা গিয়েছে
advertisement
1/10
ডাকসাইটে ১১ বলিউড অভিনেত্রী, জড়িয়ে গিয়েছিলেন MMS কেলেঙ্কারিতে! নাম শুনলে থ হবেন
১) মল্লিকা সেরাওয়াত: সাহসী এবং অন্তরঙ্গ দৃশ্যের রানী মল্লিকা শেরাওয়াত এমএমএস কেলেঙ্কারিতে ধরা পড়েছিলেন। অজ্ঞাতপরিচয় ব্যক্তির সঙ্গে একটি ভিডিও ক্লিপে অন্তরঙ্গ অবস্থায় ধরা পড়েন তিনি। তবে শীঘ্রই স্পষ্ট হয়ে গেল যে ভিডিওতে থাকা মহিলাটি আসলে মল্লিকার চেহারার মতো, নায়িকা নন।
advertisement
2/10
২) মোনা সিং: অভিনেত্রী মোনা সিং-এর উন্মুক্ত ছবি লিকড হয়েছিল একবার। সকলে অবাক। অভিনেত্রী যদিও পরবর্তীতে সেই মহিলার বিপক্ষে অভিযোগ জানান।
advertisement
3/10
৩) প্রীতি জিন্টা: অভিনেত্রী প্রীতি জিন্টার নামও জড়িয়েছে এমএমএস কেলেঙ্কারীতে।
advertisement
4/10
৪) রাধিকা আপ্তে: রাধিকা আপ্তে নানা কন্ট্রোভার্সির সঙ্গে জড়িয়ে। নায়িকা বোল্ড এমএমএস বেশ কিছুদিন ধরেই ঘুরছিল নেটমাধ্য়মে।
advertisement
5/10
৫) সোহা আলি খান: স্পা সেন্টারে সোহা আলি খানের স্পায়ের ছবি এডিট করে বিকিনি ওয়্য়াক্সের ছবি করে ভাইরাল হয়।
advertisement
6/10
৬) হংসিকা মোতওয়ানি: হংসিকার স্নানের দৃশ্য় ভাইরাল হয়।
advertisement
7/10
৭) ভিনা মালিক খান: রঞ্জন বর্মার সঙ্গের এক ইন্টিমেট ভিডিও ভাইরাল হয় নেটমাধ্যমে।
advertisement
8/10
৮) আরিয়ান খান এবং নব্য় নাভেলি নন্দ: ফাঁস হওয়া ভিডিওতে শাহরুখ খানের ছেলে এবং অমিতাভ বচ্চনের নাতনি ধরা পড়েছেন। ভিডিওতে তাঁদের দুজনকেই মেক আউট করতে দেখা গিয়েছে।
advertisement
9/10
৯) ক্য়াটরিনা কাইফ এবং ইসাবেল কাইফ: দুই বোনের ছন্নছাড়া ভিডিও ভাইরাল হয় বলিপাড়ায়।
advertisement
10/10
১০) শাহিদ কাপুর-করিনা কাপুর: এখন তাঁরা দুজনেই বিচ্ছিন্ন এবং সুখি নিজেদের জীবনে। তাঁদের লিপকিসের ছবি হয়েছিল ভাইরাল।
বাংলা খবর/ছবি/বিনোদন/
ডাকসাইটে ১০ বলিউড অভিনেত্রী, জড়িয়ে গিয়েছিলেন MMS কেলেঙ্কারিতে! নাম শুনলে থ হয়ে যাবেন
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল