TRENDING:

Bollywood Couple Honeymoon in Maldives: মুখেই মলদ্বীপ না যাওয়ার কথা! বলিউড তারকারা হানিমুন কাটিয়েছেন বিদেশি এই দ্বীপেই, জানুন কে কে সেই তালিকায়

Last Updated:
India Maldives tension: মাঝে মধ্যে ছুটি কাটাতে বলিউড তারকারা হামেশাই বেছে নেন মলদ্বীপ৷
advertisement
1/9
মুখেই মলদ্বীপ না যাওয়ার কথা!বলি তারকারা হানিমুন কাটিয়েছেন সেখানেই,তালিকায় কে
বলিউড তারকাদের পছন্দের সেরা হলিডে ডেস্টিনেশনের মধ্যে অন্যতম মলদ্বীপ৷ প্রায়সই তাঁরা ছুটি কাটাতে সপরিবারে চলে যান বিদেশি এই দ্বীপে৷ কখনও সমুদ্রে সাঁতারের ছবি তো কখনও সমুদ্র সৈকতে অলস সময় কাটানোর ছবি পোস্ট করেন তাঁরা৷ যা দেখে ভক্তরাও বাহবা দেন৷ সোশ্যাল মিডিয়ার পোস্টে লাইক-কমেন্টের বন্যা বয়ে যায়৷
advertisement
2/9
গত দু’দিন ধরে শুরু হয়েছে মলদ্বীপ-ভারত দ্বৈরথ৷ সোশ্যাল মিডিয়ায় লাক্ষাদ্বীপ ভ্রমণের ছবি পোস্ট করে প্রধানমন্ত্রী৷ পর্যটকদের উদ্দেশ্যে তিনি বার্তা দেন লাক্ষাদ্বীপ ভ্রমণের৷ তারপরই মলদ্বীপের মুইজ্জু সরকারের সিনিয়র ৩ মন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করতে থাকেন৷ ভারতের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেন তাঁরা৷ যদিও তাঁদের বরখাস্ত করা হয়৷ কিন্তু ভারতের সঙ্গে সম্পর্কে চির ধরে মলদ্বীপের৷
advertisement
3/9
এরপর থেকেই বিদেশি দ্বীপ নয়, ভারতের অংশ লাক্ষাদ্বীপকেই পর্যটন কেন্দ্র হিসেবে এগিয়ে রাখছেন বহু বলিউড নায়ক-নায়িকারা৷ লাক্ষাদ্বীপের প্রচারেও নেমেছেন তাঁরা৷ সোশ্যাল মিডিয়ায় লাক্ষাদ্বীপ ঘুরতে যাওয়ার প্রচার করছেন অনেকেই৷
advertisement
4/9
তবে মজার বিষয় হল, এরাই কখনও না কখনও মলদ্বীপে ঘুরে এসেছে৷ এবং খতিয়ে দেখা গেলে জানা যাবে যে লাক্ষাদ্বীপে কোনও সময় পা-ই রাখেননি!
advertisement
5/9
কোন কোন তারকা তাঁদের হানিমুন কাটিয়েছেন মলদ্বীপে? প্রথমেই আসবে ক্যাটরিনা কাইফ-ভিকি কৌশলের কথা৷ বিপাশা বসু-করণ সিং গ্রোভারও তাঁদের হানিমুনে গিয়েছিলেন সেখানেই৷
advertisement
6/9
এরপরই আসবে নেহা ধুপিয়া-অঙ্গদ বেদীর নাম৷
advertisement
7/9
এই তালিকায় করেছেন অনিল কন্যা রিয়া কাপুরও৷ রয়েছেন দিয়া মির্জা
advertisement
8/9
সেখানে গিয়েছিলেন প্রিন্স নরুলা, রাহুল বৈদ্য৷
advertisement
9/9
তবে আপাতত অন্য কোথাও গেলেও মলদ্বীপে দেখা যাবে না ভারতীয় তারকাদের৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
Bollywood Couple Honeymoon in Maldives: মুখেই মলদ্বীপ না যাওয়ার কথা! বলিউড তারকারা হানিমুন কাটিয়েছেন বিদেশি এই দ্বীপেই, জানুন কে কে সেই তালিকায়
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল