Bollywood Gossip: গোপনাঙ্গ দেখালে মিলবে ছবিতে অভিনয়ের সুযোগ... বলিউডের কাস্টিং কাউচ নিয়ে বিস্ফোরক আয়ুষ্মান
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
আয়ুষ্মানের কথায়, ‘একজন ডিরেক্টর আমায় বলেছিলেন, আমি তোমার যৌনাঙ্গ দেখতে চাই৷ আমি একবার তোমার শরীরটা ফিল করতে পারি?'
advertisement
1/7

ফিল্ম দুনিয়ায় কাস্টিং কাউচের শিকার হন অনেকেই৷ কেউ মুখ খোলেন, কেউ সহ্য করেন৷ টলিউড বা বলিউড নয়, হলিউডেও দেদার চলে কাস্টিং কাউচ৷ তবে এ ক্ষেত্রে জেনে রাখা ভালো, শুধু মেয়েরাই ডিরেক্টর বা প্রোডিউসারের কুপ্রস্তাবের শিকার হন না৷ ছেলেরাও সমান ভাবে শিকার হন কাস্টিং কাউচের৷
advertisement
2/7
আয়ুষ্মানের কথায়, ‘একজন গে ডিরেক্টর আমায় বলেছিল, আমি তোমার যৌনাঙ্গ দেখতে চাই৷ আমি একবার তোমার শরীরটা ফিল করতে পারি? আমি চূড়ান্ত হেসে বলেছিলাম, ক্যায়া বাত কর রহে হো ইয়ার? তুম সিরিয়াস হো না? তারপর বলেছিলাম, না৷ এটা করব না আমি৷’
advertisement
3/7
এমনই এক বিস্ফোরক কাস্টিং কাউচের ঘটনা প্রকাশ্যে আনেন বলিউড স্টার আয়ুষ্মান খুরানা৷
advertisement
4/7
সম্প্রতি মুক্তি পেয়েছে ড্রিম গার্ল ২। কমেডি এবং তারকা খচিত কাস্টের সমন্বয়ে দর্শককে আনন্দ দিয়েছে ছবিটি। আয়ুষ্মান খুরানা এবং অনন্যা পাণ্ডের অনবদ্য স্ক্রিন কেমিস্ট্রি জুটিকে আলাদা এক উচ্চতায় নিয়ে গিয়েছে।
advertisement
5/7
সম্প্রতি মুক্তি পেয়েছে ড্রিম গার্ল ২। কমেডি এবং তারকা খচিত কাস্টের সমন্বয়ে দর্শককে আনন্দ দিয়েছে ছবিটি। আয়ুষ্মান খুরানা এবং অনন্যা পাণ্ডের অনবদ্য স্ক্রিন কেমিস্ট্রি জুটিকে আলাদা এক উচ্চতায় নিয়ে গিয়েছে।
advertisement
6/7
সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের বায়োপিকে তাঁর চরিত্রে দেখা যাবে আয়ুষ্মান খুরানাকে, তা নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে কিছুদিন ধরে। তখন থেকে চর্চায় থাকছেন অভিনেতা।
advertisement
7/7
আয়ুষ্মানের কথায়, ‘একজন ডিরেক্টর আমায় বলেছিল, আমি তোমার যৌনাঙ্গ দেখতে চাই৷ আমি একবার তোমার শরীরটা ফিল করতে পারি? আমি চূড়ান্ত হেসে বলেছিলাম, ক্যায়া বাত কর রহে হো ইয়ার? তুম সিরিয়াস হো না? তারপর বলেছিলাম, না৷ এটা করব না আমি৷’