TRENDING:

Amy Jackson at Cannes: কানে 'আগুন', সৌজন্যে অ্যামি জ্যাকসনের কালো পোশাক ও বক্ষ বিভাজিকার ঝলক!

Last Updated:
সপ্তাহের শুরু থেকেই কান চলচ্চিত্র উৎসবে দেখা যাচ্ছে অভিনেত্রী অ্যামি জ্যাকসনকে (Amy Jackson at Cannes)।
advertisement
1/7
কানে 'আগুন', সৌজন্যে অ্যামি জ্যাকসনের কালো পোশাক ও বক্ষ বিভাজিকার ঝলক!
সপ্তাহের শুরু থেকেই কান চলচ্চিত্র উৎসবে দেখা যাচ্ছে অভিনেত্রী অ্যামি জ্যাকসনকে (Amy Jackson at Cannes)। এবং প্রায় প্রতিদিনই নানা পোশাকে ঝড় তুলছেন অ্যামি। ৭৪ তম কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে কালো পোশাকে নজর কেড়েছেন তিনি।
advertisement
2/7
বার্ষিক আমফার গালা ও চোপার্ড পার্টিতেও দেখা গিয়েছে অ্যামিকে। তাঁর কালো লম্বা গাউন ও তার থেকে বক্ষ বিভাজিকার ঝলক মাত করেছে দর্শকদের।
advertisement
3/7
অ্যামির ছবি শেয়ার করেছেন জনপ্রিয় ফোটোগ্রাফার ফ্রেডরিক মোনকিউ। আলি কারইয়ের ডিজাইন করা এই পোশাকটি পরেছিলেন অ্যামি।
advertisement
4/7
গালা পার্টি থেকে বেরিয়ে যাওয়ার আগে ২৯ বছরের অ্যামি ফোটোশ্যুটে অংশ নিয়েছিলেন। হোটেল মার্টিনজের বিখ্যাত হলেই ছবি তুলতে দেখা গিয়েছে তাঁকে।
advertisement
5/7
কালো লম্বা গাউনের সঙ্গে, গলা ও কানে হিরের গয়না পরেছিলেন অ্যামি। স্মোকি চোখের মেক-আপ ও ন্যুড ঠোঁটে সেজেছিলেন তিনি। চুল পিছন দিকে টেনে আঁচরানো ছিল।
advertisement
6/7
এর আগে কোপার্ড পার্টিতে অ্যামিকে দেখা গিয়েছিল গোলাপি রঙের অ্যালবের্টা ফেরেত্তির তৈরি গাউন পরে।
advertisement
7/7
২০১৬ সাল থেকে বরাবরই কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে দেখা যায় অ্যামি জ্যাকসনকে। কাজের দিক থেকে শেষ তাঁকে দেখা গিয়েছিল রজনীকান্তের রোবট ড্রামা ২.০-তে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Amy Jackson at Cannes: কানে 'আগুন', সৌজন্যে অ্যামি জ্যাকসনের কালো পোশাক ও বক্ষ বিভাজিকার ঝলক!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল