Radhika Apte-Adil Hussain: সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় রাধিকা ও আদিলের সঙ্গম দৃশ্য ভাইরাল! ট্রোলড হয়ে বিস্ফোরক অভিনেতা
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Radhika Apte-Adil Hussain: রাধিকার সঙ্গে আদিল হুসেনের একটি সঙ্গম দৃশ্য দেখে ঘোর আপত্তি নেটিজেনদের। তারকারা ট্রোলডও হয়েছেন।
advertisement
1/6

গত সপ্তাহেই টুইটারে হঠাৎ ট্রেন্ডিং হয়েছিলেন অভিনেত্রী রাধিকা আপ্তে (Radhika Apte)। খুব শীঘ্র তাঁর কোনও ছবি মুক্তি পাচ্ছে না। তবে তাঁর ছবি পার্চড (Parched) নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় আলোচনার কেন্দ্রে উঠে এসেছিলেন তিনি। এবার এই বিষয়ে মুখ খুললেন তাঁর সহ অভিনেতা আদিল হুসেন (Adil hussain)।
advertisement
2/6
সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় দেখা গিয়েছিল রাধিকাকে। আদিল হুসেনের সঙ্গে সঙ্গম দৃশ্য ছিল তাঁর। আর এই নিয়েই আপত্তি নেটিজেনদের। কারণ হঠাৎই সেই নগ্ন অবস্থার দৃশ্যগুলি ভাইরাল হয় সোশ্যালে। দৃশ্যটি নিয়ে তাঁদের ট্রোলও করা হচ্ছে। হ্যাশট্যাগ ট্রেন্ডিং হয়- বয়কট রাধিকা আপ্তে (Boycott Radhika Apte)।
advertisement
3/6
আদিল এই বিষয়ে বলছেন, সাহসী দৃশ্যের জন্য রাধিকাকে ট্রোল করার বিষয়টি হাস্যকর। এই ধরনের ট্রোলের জবাব দেওয়াই উচিত নয়। তাঁর মতে, এই দৃশ্যের জন্য যারা ট্রোল করছে তারা শিল্প ও পর্নের মধ্যে পার্থক্য বুঝতে অক্ষম।
advertisement
4/6
লীনা যাদব পরিচালিত এই ছবি টরোন্টো উৎসবে ২০১৫ সালে দেখানো হয়। ২০১৬ সালে ভারতে মুক্তি পায় ছবিটি।
advertisement
5/6
এই দৃশ্যগুলিতে অভিনয় করা নিয়ে রাধিকা এর আগে বলেছিলেন যে এই অভিনয় মোটেই তাঁর পক্ষে সহজ ছিল না। আর তাই বেশ ভয় করছিল এই দৃশ্যে অভিনয় করতে। কিন্তু এই দৃশ্যে অভিনয় করার পরে তিনি সাহস পেয়েছিলেন। এবং এই ধরনের চরিত্র তাঁর দরকার ছিল বলে জানান।
advertisement
6/6
আদিল এই বিষয়ে জানান, আমি প্রায় নগ্ন ছিলাম এই দৃশ্যে। এই ধরনের দৃশ্য নিয়ে আমার কোনও সমস্যা নেই যতক্ষণ না সেটা কারও যৌন উত্তেজনা বৃদ্ধির জন্য করা হচ্ছে। মানব জীবনের জটিলতা তুলে ধরতে যদি এমন দৃশ্যে অভিনয় করতে হয় তাহলে আমার সমস্যা নেই। নিষ্ঠুর খুনির ভূমিকায় অভিনয় করতে আমাদের অসুবিধা হয় না যখন, সঙ্গম দৃশ্যেই বা কেন হবে।