Bollywood Actress Payment: অভিনয়, লাস্য, সৌন্দর্য্যে মাতোয়ার করেন, জানেন কত কোটি করে নেন এঁরা!
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Bollywood Actress Payment: বলিউড গসিপে নানা কথাই ভাসে তা বলে জানতেন কি এই তাবড় অভিনেত্রীরা প্রতি ছবিতে কোটি কোটি টাকা পান!
advertisement
1/8

#মুম্বই: বলিউডে (Bollywood) এটা খুব চেনা ধারণা যে নায়করা -নায়িকাদের থেকে বহু গুণ বেশি টাকা উপার্জন করেন৷ কিন্তু বর্তমানে একাধিক সিনেমা এমন তৈরি হচ্ছে যেখানে মহিলা বা নায়িকারই চলচ্চিত্রের প্রধান চরিত্র৷ আর এই ধারার পথ ধরেই এখন বলিউড অভিনেত্রীরা উপার্জনে (Bollywood Actress Payment) তাঁদের পুরুষ সহকর্মীদের কাঁটায় কাঁটায় টেক্কা দিচ্ছেন৷ এখন করিনা কাপুর -দীপিকা পাড়ুকোন থেকে প্রিয়াঙ্কা চোপড়া- অনুষ্কা - আলিয়ারা সকলেই কোটি কোটি চার্জ (Bollywood Actres Payment) করেন প্রতি ছবির জন্য৷
advertisement
2/8
বলিউডের (Bollywood) সুন্দরী অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) পদ্মাবত, রামলীলা, বাজিরাও মস্তানি, মতো একাধিক সুপার হিট ছবিতে দাপুটে অভিনয় করেছেন তিনি৷ বলিউডের এই অভিনেত্রী প্রতি ছবি পিছু তিনি (Bollywood Actres Payment) ১৫ থেকে ৩০ কোটি টাকা নেন৷
advertisement
3/8
বলিউডের পাঙ্গা গার্ল কঙ্গনা রানওয়াত (Kangna Ranaut)৷ তিনিও তাঁর দক্ষ অভিনয় ক্ষমতার জন্য একদম টপ হিরোইনদের মধ্যে থাকেন৷ বলিউডের গসিপ (Bollywood Gossip) অনুযায়ি তিনি ছবি পিছু ২৭ কোটি টাকা চার্জ করেন৷
advertisement
4/8
প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra) এখন আর শুধু বলিউডেই আটকে নেই তাঁর সীমা এখন হলিউডেও দাপটের সঙ্গে কাজ করছেন৷ এখন তিনি গ্লোবাল স্টার৷ বলিউডের গসিপ (Bollywood Gossip) রয়েছে তাঁর পেমেন্ট (Bollywood Actres Payment) নিয়েও৷ তিনি নিজের এখনকার প্রজেক্টের ১৫ থেকে ২৫ কোটি টাকা৷
advertisement
5/8
আলিয়া ভাট (Alia Bhatt) নিজের বহুমুখী গুণের প্রকাশ সিলভার স্ক্রিনে তুলে ধরেছেন৷ তাঁর পেমেন্টও বেশ খাসা৷ সম্প্রতি মুক্তি পাওয়া গঙ্গুবাই কাঠিয়াবাড়ি একেবারে প্রশংসার শিখরে পৌঁছে গেছে৷ বলিউড গসিপ (Bollywood Gossip) অনুযায়ি সিনেমা প্রতি তিনি ২৩ কোটি টাকা নেন৷
advertisement
6/8
ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) গত কয়েক বছর ধরে বলিউডে রাজ করছে৷ তাঁর রূপ ও লাস্যের দিওয়ানা তাঁর ফ্যানরা৷ প্রতি ছবিতে তিনি ১২ কোটি টাকা করে নেন৷
advertisement
7/8
অনুষ্কা শর্মা (Anushka Sharma) বলিউডে বেশ দাপটের সঙ্গে কাজ করেছেন৷ বিভিন্ন ধরণের চরিত্রে তাঁর সাবলীল অভিনয় দক্ষতা সকলের প্রশংসা পায়৷ সন্তানের জন্মানোর পর ফের তিনি বড় পর্দায় ফিরতে চলেছেন৷ চাকদা এক্সপ্রেস ছবির জন্য অত্যন্ত পরিশ্রম করছেন তিনি৷ ৭ থেকে ১০ কোটি তিনি নেন (Bollywood Actres Payment) প্রতি ছবি পিছু৷
advertisement
8/8
করিনা কাপুর (Kareena Kapoor) এখন দুই সন্তানের মা-তাও তাঁর উপস্থিতি এখনও দর্শক মনে দোলা দেয়৷ তিনি প্রতি ছবি পিছু ১২ কোটি টাকা নিয়ে থাকেন৷