TRENDING:

Saif-kareena: 'একটা রাতও কাটায়নি আমার সঙ্গে...!', সইফকে নিয়ে 'Big Secret' ফাঁস করিনার, তবে কি সব শেষ?

Last Updated:
Saif-kareena: করিনা কাপুর তার অভিনেতা ভাইয়ের প্রশংসা করে বলেন, “তার মানে তুমি খুব ভাল স্বামী। কারণ সইফ আমার সঙ্গে হাসপাতালে এক রাতও থাকেনি।”
advertisement
1/7
'একটা রাতও কাটায়নি আমার সঙ্গে...!', সইফকে নিয়ে 'Big Secret' ফাঁস করিনার, তবে কি সব শেষ?
২০২২ সালে চার হাত এক হয়েছে রণবীর কাপুর ও আলিয়া ভাটের। বিয়ের ৭ মাসের মধ্যে মাত্র ২৯ বছরেই মাতৃত্বের স্বাদ পেয়েছেন আলিয়া ভাট। আলিয়া ও রণবীরের ঘর আলো করে এসেছে ফুটফুটে এক কন্যাসন্তান।
advertisement
2/7
করিনা কাপুরের শোতে অভিনেতা আলিয়া ভাটের সঙ্গে এক সপ্তাহ হাসপাতালে থাকার কথা স্মরণ করেন। এদিকে করিনাও সব শুনে চুপ থাকতে পারেননি৷ তিনিও মনের কথা প্রকাশ করে বলেছেন যে সইফ আলি খান যখন তাদের দুই ছেলের জন্ম দিয়েছিলেন তখন তিনি একটি রাতও সেখানে থাকেননি।
advertisement
3/7
রণবীর কাপুর বলেন, "আমি খুব ভাল ছিলাম, যেমনটা আমি ওর সঙ্গে ছিলাম। জানো, ডেলিভারির আগে আমি দুই থেকে তিন মাসের জন্য কাজ থেকে ছুটি নিয়েছিলাম। এবং আমি ওর সঙ্গে এক সপ্তাহ হাসপাতালে ছিলাম।"
advertisement
4/7
করিনা কাপুর তার অভিনেতা ভাইয়ের প্রশংসা করে বলেন, “তার মানে তুমি খুব ভাল স্বামী। কারণ সইফ আমার সঙ্গে হাসপাতালে এক রাতও থাকেনি।” অভিনেতাদের মধ্যে এই পুরনো আলাপচারিতা আবারও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
advertisement
5/7
সইফ আলি খান এবং করিনা কাপুরের দুই ছেলে রয়েছে। করিনা এবং সইফ ২০১২ সালে বিয়ে করেন। ২০১৬ সালের ডিসেম্বরে তাদের প্রথম সন্তান তৈমুরের জন্ম হয়। ২০২১ সালের ফেব্রুয়ারিতে করিনা দ্বিতীয় পুত্র জেহের জন্ম দেন।
advertisement
6/7
সম্প্রতি, আলিয়া ভাট প্রকাশ করেছেন যে তিনি তার দ্বিতীয় সন্তানের নাম ইতিমধ্যেই ঠিক করে ফেলেছেন। সম্প্রতি জয় শেঠির পডকাস্টে আলিয়া ভাট উপস্থিত হয়ে রাহার নাম রাখার পেছনের গল্পটি প্রকাশ করেছেন। তিনি আরও প্রকাশ করেছেন যে তার দ্বিতীয় সন্তান হলে এবং সেটি ছেলে হলে তার একটি ছেলের নাম সংরক্ষণ করা হয়েছে।
advertisement
7/7
সইফ আলি খান এবং করিনা কাপুর গত ১৩ বছর ধরে একসঙ্গে আছেন। দু'জনেই তাদের সন্তানদের নিয়ে সুখী জীবনযাপন করছেন, কিন্তু এর মধ্যেই তারকাদের বিচ্ছেদের খবর নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে৷ বিচ্ছেদের জল্পনার মধ্যে সম্প্রতি একজন জ্যোতিষী ভবিষ্যদ্বাণী করেছেন যে আগামী দেড় বছরের মধ্যে তাদের সম্পর্ক ভেঙে যেতে পারে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Saif-kareena: 'একটা রাতও কাটায়নি আমার সঙ্গে...!', সইফকে নিয়ে 'Big Secret' ফাঁস করিনার, তবে কি সব শেষ?
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল