বিগ বসে শুরু ফিনালে উইক ! নিক্কি আর অভিনবের মধ্যে তুমুল ঝগড়া !
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
বিগ বস ১৪-য় শুরু হচ্ছে ফিনালে উইক। আরও উত্তাপ বাড়ছে বাড়ির ভেতর।
advertisement
1/5

বিগ বস ১৪-য় শুরু হচ্ছে ফিনালে উইক। আরও উত্তাপ বাড়ছে বাড়ির ভেতর। বিগ বস ঘোষণা করেছে, সপ্তাহের প্রথমেই হবে প্রথম অডিশন। প্রতিযোগীদের দেওয়া হয়েছে একটি টাস্ক, যেখানে একে অপরকে কঠিন প্রশ্ন করবেন তাঁরা।
advertisement
2/5
প্রথমে অ্যালি ও জ্যাসমিন বসতে চলেছেন হট সিটে। কবিতা ও নিক্কি তাঁদের তীক্ষ্ণ প্রশ্ন করেন। সব প্রশ্নের উত্তর দেন অ্যালি ও জ্যাসমিন। রুবিনাও প্রশ্ন বাণ ছোড়েন জ্যাসমিনের দিকে।
advertisement
3/5
কবিতা ও নিক্কিকে অপ্রস্তুত করেন জ্যাসমিন। অ্যাজাজ ও রাহুলকে তাঁদের রূঢ় ব্যবহার নিয়ে প্রশ্ন করেন প্রতিযোগীরা।
advertisement
4/5
তবে সব চেয়ে বিপাকে ফেলা হয় রুবিনা ও অভিনবকে। তাঁরা তাঁদের ব্যক্তিগত জিনিস সামনে এনেছেন গেমে টিকে থাকার জন্য, এই অপবাদ দেন কবিতা ও নিক্কি। এই নিয়ে বিশাল ঝামেলা হয় নিক্কি ও অভিনবের।
advertisement
5/5
জ্যাসমিন ও অ্যালি আবেগপ্রবণ হয়ে পড়েন। কারণ তাঁদের মধ্যে কাউকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে, সেটা তাঁরা বুঝতে পারেন। তবে কে বাড়ি ছেড়ে যায়? সেটাই দেখার।