TRENDING:

Dolon-Deepankar: সারাক্ষণ 'এটা' চাই...! দীপঙ্করকে সোহাগে আদরে ভুলিয়ে যা করেন দোলন, শুনলে চমকে যাবেন

Last Updated:
Dolon-Deepankar: দোলন জানান, দিনের মধ্যে ২৪ ঘন্টাই আগলে রাখেন দীপঙ্কর৷ অভিনেতার আচরণ শিশুসুলভ৷ হাজার একটা বায়না করে৷ সেই কারণেই সোহাগে আদরে স্বামীকে সারাক্ষণ ভুলিয়ে রাখেন অভিনেত্রী৷
advertisement
1/6
সারাক্ষণ 'এটা' চাই...! দীপঙ্করকে সোহাগে আদরে ভুলিয়ে যা করেন দোলন, শুনলে চমকাবেন
টলিপাড়ার জনপ্রিয় মুখ দোলন রায় ও বর্ষীয়ান অভিনেতা দীপঙ্কর দে-র সম্পর্ক সর্বদাই নেটদুনিয়ার হটকেক। দীপঙ্কর দে এবং দোলন রায় টলিপাড়ার অন্যতম জনপ্রিয় জুটির অন্যতম। দীর্ঘ দিনের সম্পর্ক সেখান থেকে প্রেম আর আজ তাঁরা বিবাহিত দম্পতি।
advertisement
2/6
দীপঙ্করের সঙ্গে বয়সের সম্পর্কের ফারাক ২৪ বছর৷ এই নিয়ে একাধিক বির্তক সবর্দাই চলে৷ তবে সমস্ত বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে দ্বিতীয়বার দোলনের সঙ্গে বিয়ে করে তাঁরা এখন হ্যাপিলি ম্যারেড কাপল৷
advertisement
3/6
এতদিন বিয়ে হয়ে যাবার পরও একমুহূর্ত নাকি দীপঙ্করকে একা ছাড়েন না অভিনেত্রী দোলন৷ এর কারণটা কী? তাও সংবাদমাধ্যমকে খোদ জানালেন অভিনেত্রী দোলন রায়৷
advertisement
4/6
সংবাদমাধ্যমকে দোলন জানান, দিনের মধ্যে ২৪ ঘন্টাই আগলে রাখেন দীপঙ্কর৷ অভিনেতার আচরণ শিশুসুলভ৷ হাজার একটা বায়না করে৷ সেই কারণেই সোহাগে আদরে স্বামীকে সারাক্ষণ ভুলিয়ে রাখেন অভিনেত্রী৷
advertisement
5/6
দোলন জানান, একটা বয়সের পর মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন মানসিক শান্তি৷ আর অভিনেতার সেদিকটাতেই সবচেয়ে বেশি গুরুত্ব দেন তিনি৷ এমনকি এখনও দীপঙ্করকে আউটডোরে একা ছাড়েন না৷ সঙ্গে যান তিনি৷
advertisement
6/6
দোলনের মতে, এটা তাঁর স্বামীর দ্বিতীয় শৈশব৷ ঠিক বাচ্চাদের মতোই স্বামীকে সারাক্ষণ খুশি রাখার চেষ্টা করেন তিনি৷ ডায়েট থেকে চেক আপ সব কিছু নিয়েই বিশেষ সচেতন থাকতে হয়৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
Dolon-Deepankar: সারাক্ষণ 'এটা' চাই...! দীপঙ্করকে সোহাগে আদরে ভুলিয়ে যা করেন দোলন, শুনলে চমকে যাবেন
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল