লতা মঙ্গেশকেরর পাশের এই ছোট্ট শিশুটি কে বলুন তো? আজ নেই তিনিও...
- Published by:Rachana Majumder
Last Updated:
মাত্র ১১ বছরে প্রথম গানে সুর, গিনেস রেকর্ডে নাম! বাপ্পি লাহিড়ির জীবনের পরতে পরতেও ছিল ওঠাপড়ার নানা ছবি।
advertisement
1/8

বাবা-মায়ের দেওয়া নাম অলোকেশ লাহিড়ি। ১৯৫২ সালে জন্ম জলপাইগুড়ি জেলায়। ডাক নাম ছিল বাপি। রেখেছিলেন এক আত্মীয়া। কে জানত, একদিন এই নামেই গোটা বিশ্ব কাঁপাবেন আরব সাগরের পার থেকে।
advertisement
2/8
অল্প বয়স থেকেই ছিল সোনার গহনার প্রতি দুর্নিবার আকর্ষণ৷
advertisement
3/8
লতা মঙ্গেশকরের কোলে ছোট্ট বাপি লাহিড়ী৷
advertisement
4/8
লতাজীর সঙ্গে রেকর্ডিংয়ের একটি বিরল ছবি৷
advertisement
5/8
মাত্র ১১ বছর বয়সে নাকি প্রথম গানের (Bappi Lahiri Death) সুর দিয়েছিলেন তিনি। অসম্ভব দ্রুতগতিতে সব কিছু ধরে নেওয়ার ক্ষমতা তাঁর। বাংলা ছবি দাদুতে ১৯৭২ সালে সুর দেন। কিন্তু মন টেঁকেনি শহরে। মায়ানগরীর হাতছানি দিচ্ছিল তাঁকে (Bappi Lahiri Passes Away)। ছেলের কারণে, বাবা-মাও চলে গিয়েছিলেন বম্বেতে। ছবিতে স্ত্রীর সঙ্গে বাপি৷
advertisement
6/8
কিশোর কুমারের গলায় জালতা হ্যায় জিয়া মেরে অথবা লতার গলায় বাপ্পির সুরে আভি আভি থি দুশমানি... আজও অমলিন সেই সুর। ১৯৭৫-এ বাপ্পির (Bappi Lahiri Passes Away) হিট হিসেবে প্রথম বড় ছবি কিন্তু জাখমিকেই বলা যায়। ওই ছবিরও প্রযোজক ছিলেন তাহির হুসেন। ছবিতে অভিনয় করেছিলেন সুনীল দত্ত, আশা পারেখ, রাকেশ রোশন, রীনা রায় সহ অনেকে। পরিচালনায় ছিলেন রাজা ঠাকুর। ছবিতে কিশোর-আশার সঙ্গে বাপি লাহিড়ী৷
advertisement
7/8
অমিতাভ বচ্চনের সঙ্গে মজার মুহূর্তে বাপি লাহিড়ী৷ কালো চশমা আর গলায় বেশ কয়েক ভরি সোনার চেন, কেন সবসময় সোনার হার পরে থাকেন বাপ্পি লাহিড়ি (Bappi Lahiri Passes Away)? এ প্রশ্ন বহুজনের। উত্তর দিয়েছিলেন তিনি নিজেই। বলেছিলেন, প্রথম সোনার চেন উপহার দিয়েছিলেন মা, এর পর স্ত্রী তাঁকে গণেশের লকেট দেওয়া এক চেন উপহার দেন। তিনি মনে করেন, সোনা তাঁর জন্য বেশ লাকি। আর সে কারণেই সোনা পরে থাকার সিদ্ধান্ত তাঁর।
advertisement
8/8
৩৩টি ছবির জন্য ১৮০টি গান রেকর্ড করে ১৯৮৬ সালে গিনিশ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম তুলে নিয়েছিলেন।ছবিতে মেয়ের সঙ্গে আনন্দঘন মুহূর্ত কাটাচ্ছেন তিনি৷