Ziaul Faruq Apurba-Afran Nisho: 'নিজেকে অনেক সময়ে নিশো ভেবে বসি'! প্রতিযোগীর সঙ্গে চেহারায় মিল নিয়ে অকপট অপূর্ব
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Ziaul Faruq Apurba-Afran Nisho: অপূর্ব এবং নিশোর চেহারাগত সাদৃশ্যও চোখে পড়ার মতো। দর্শকদের অনেকেই দুই অভিনেতার ফারাক বুঝে উঠতে পারেন না। অনেকেই অপূর্বকে নিশো বলে ধরে নেন। একাংশ আবার অনায়াসেই নিশোকে অপূর্ব মনে করে প্রশংসা করে থাকেন।
advertisement
1/5

জিয়াউল ফারুক অপূর্ব এবং আফরান নিশো। ওপার বাংলার দুই অভিনেতা জনপ্রিয়তা এপারেও কিছু কম নয়। টেলিভিশন নাটকে অভিনয়ের সুবাদে তাঁরা যেন দর্শকের 'ঘরের ছেলে'। একই ইন্ডাস্ট্রিতে সমসাময়িক হলেও দু'জনের বন্ধুত্ব এখনও অটুট।
advertisement
2/5
অপূর্ব এবং নিশোর চেহারাগত সাদৃশ্যও চোখে পড়ার মতো। দর্শকদের অনেকেই দুই অভিনেতার ফারাক বুঝে উঠতে পারেন না। অনেকেই অপূর্বকে নিশো বলে ধরে নেন। একাংশ আবার অনায়াসেই নিশোকে অপূর্ব মনে করে প্রশংসা করে থাকেন।
advertisement
3/5
এই 'গুলিয়ে ফেলা'র আখ্যান কিন্তু শুধু দর্শকমহলেই আটকে নেই। যাঁদের নিয়ে এত বিভ্রান্তি, তাঁরাও মাঝেমধ্যেই একই ভুল করে ফেলেন।
advertisement
4/5
নিউজ18 বাংলাকে অপূর্ব বলেন, "এই কনফিউজনটাকে আমরা উপভোগ করি। যেহুতু আমরা ভাল বন্ধু, তাই এট নিয়ে মনে করার কিছু নেই।"
advertisement
5/5
এখানেই থেমে থাকেননি অপূর্ব। জানান, নিজের ছবি দেখেও কখনও কখনও নিজেকে চিনতে পারেননি তিনি। অভিনেতার কথায়, "অনেক সময় হয়ত কোনও থাম্বনেলে এক ঝলক নিজের ছবি দেখে নিজেকেই নিশো বলে মনে করলাম। নিশোরও অনেক সময় এই একই জিনিস হয়। নানা ধরনের চরিত্রে অভিনয় করি আমারা দু'জনেই। কিছু মিল তো থেকেই যায়।"