TRENDING:

Ameesha Patel:টাকা দেননি প্রযোজক, 'গদর ২' মুক্তির আগে বিস্ফোরক অভিযোগ আমিশার, ফাঁস হতেই তোলপাড়

Last Updated:
Ameesha Patel: 'গদর ২' মুক্তির ছবির প্রচার চলছে জোরকদমে৷ এর মধ্যে ফুঁসে উঠলেন আমিশা৷ যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে৷ ছবির পরিচালক তথা সহ প্রযোজক অনিল শর্মার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নায়িকা৷
advertisement
1/6
টাকা দেননি প্রযোজক,'গদর ২' মুক্তির আগে বিস্ফোরক অভিযোগ আমিশার,ফাঁস হতেই তোলপাড়
আমিশা প্যাটেলকে নিয়ে চর্চা হবে না এমন দিন মনে হয় হাতে গোনা৷ সর্বদাই কোনও না কোনও কারণে লাইমলাইটে থাকেন আমিশা৷ 'গদর ২' নিয়ে ফের শিরোনামে বলি নায়িকা৷
advertisement
2/6
আগস্টেই মুক্তি পেতে চলেছে আমিশার ছবি 'গদর ২'৷ ছবি নিয়ে দর্শকদের সঙ্গে উত্তেজনা টগবগিয়ে ফুটছে৷ এবার মুক্তির আগে বিস্ফোরক অভিযোগ আনলেন আমিশা৷ যা নিয়ে তোলপাড় নেটদুনিয়া৷
advertisement
3/6
'গদর ২' মুক্তির ছবির প্রচার চলছে জোরকদমে৷ এর মধ্যে ফুঁসে উঠলেন আমিশা৷ যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে৷ ছবির পরিচালক তথা সহ প্রযোজক অনিল শর্মার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নায়িকা৷
advertisement
4/6
চন্ডীগড়ে হয়েছে 'গদর ২'-র শেষ পর্যায়ের শ্যুটিং৷ সেখানেই নাকি চূড়ান্ত অব্যবস্থা করেছিলেন ছবির পরিচালক তথা সহ প্রযোজক অনিল শর্মা৷ হোটেলের খাওয়ার বিল থেকে যাতায়াতের খরচ, এমনকী মেকআপ, পোশাক,টেকনিশিয়ান কাউকেই যোগ্য পারিশ্রমিক দেননি৷
advertisement
5/6
আমিশা দাবিতে আরও জানিয়েছেন, থাকার ব্যবস্থার কোনও ঠিক ছিল না৷ বিমানবন্দরে যাওয়ার কোনও গাড়ি পর্যন্ত ছিল না৷ নিজে থেকেই কলাকুশলীদের ব্যবস্থা করে নিতে হয়েছে৷ এমনকী তিনি অনেকেরই বকেয়া বাকি রেখেছেন৷ পরিচালককে ট্যাগ করে জি স্টুডিওকে বিষয়টি দেখতে বলার পর পরিস্থিতি ঠিক হয় বলে জানিয়েছেন নায়িকা৷
advertisement
6/6
এখানেই শেষ নয়, এত চর্চার মাঝে ছবি নিয়েও বড় স্পয়লার শেয়ার করে দিয়েছেন আমিশা৷ একটি দৃশ্যে কবরের পাশা দাঁড়িয়ে সানি দেওল ওরফে তারা সিংকে কান্না করতে দেখা গেছে৷ যা দেখে অনেকেরই প্রশ্ন জেগেছে তাহলে কি সাকিনা মার গিয়েছে? এই টুইস্টের মধ্যেই আমিশা লেখেন- কে মারা গেছে সেটা বলা যাবে না, তবে এটা সাকিনা নয়৷ আমিশার এই পোস্টে রেগে আগুন হয়েছেন ভক্তরা৷ পুরো সাসপেন্স নষ্ট করে দিয়েছেন নায়িকা, তেমনটাই বলছেন নেটিজেনরা৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
Ameesha Patel:টাকা দেননি প্রযোজক, 'গদর ২' মুক্তির আগে বিস্ফোরক অভিযোগ আমিশার, ফাঁস হতেই তোলপাড়
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল