TRENDING:

Allu Arjun Arrest: কী ঘটেছিল 'পুষ্পা-২' এর প্রিমিয়ারের রাতে? কেন গ্রেফতার অল্লু অর্জুন? কী বলছে এফআইআরের নথি?

Last Updated:
'পুষ্পা' জ্বরে আক্রান্ত প্রায় গোটা ভারত। এর মাঝেই গ্রেফতার হলেন 'পুষ্পা' খ্যাত দক্ষিণী অভিনেতা অল্লু অর্জুন। শুক্রবার সকালে জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতাকে গ্রেফতার করে হায়দরাবাদ পুলিশ।
advertisement
1/9
কী ঘটেছিল 'পুষ্পা-২' এর প্রিমিয়ারের রাতে? কেন গ্রেফতার অল্লু অর্জুন?
'পুষ্পা' জ্বরে আক্রান্ত প্রায় গোটা ভারত। এর মাঝেই গ্রেফতার হলেন 'পুষ্পা' খ্যাত দক্ষিণী অভিনেতা অল্লু অর্জুন। শুক্রবার সকালে জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতাকে গ্রেফতার করে হায়দরাবাদ পুলিশ। প্রতীকী ছবি
advertisement
2/9
গত ৪ ডিসেম্বর হায়দরাবাদে 'পুষ্পা ২' সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যু হয়। আহত হন বেশ কয়েক জন। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন অর্জুন স্বয়ং। এই ঘটনাতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। প্রতীকী ছবি
advertisement
3/9
গত ৪ নভেম্বর রাতে হায়দরাবাদের 'সন্ধ্যা' প্রেক্ষাগৃহে অর্জুন অভিনীত সিনেমা ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ার ছিল। তেলুগু অভিনেতা সেখানে পৌঁছতেই দর্শক এবং অনুরাগীদের ভিড় আছড়ে পড়ে। ভিড়ের চাপে ভেঙে যায় প্রেক্ষাগৃহের মূল ফটক। পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার। ওই মহিলার সন্তান গুরুতর আহত অবস্থায় এখনও হাসপাতালে চিকিৎসাধীন। প্রতীকী ছবি
advertisement
4/9
হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ৪ ডিসেম্বর রাতে যে মহিলার মৃত্যু হয়েছে, তাঁর নাম রেবতী (৩৯)। তাঁর স্বামীর অভিযোগের ভিত্তিতে এফআইআর করেছে পুলিশ। ওই এফআইআরের কপি অনুযায়ী, মৃত মহিলার স্বামী তথা অভিযোগকারীর নাম ভাস্কর মাগুদামপল্লি। প্রতীকী ছবি
advertisement
5/9
এরপরেই অভিযোগ ওঠে, অভিনেতার টিম অথবা ওই প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের পক্ষ থেকে পুলিশকে পর্যাপ্ত তথ্য দেওয়া হয়নি। ফলে প্রেক্ষাগৃহে ভিড় নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত পুলিশ আগে থেকে মোতায়েন করা যায়নি। প্রতীকী ছবি
advertisement
6/9
হায়দরাবাদ পুলিশের পক্ষ থেকে আগেই জানান হয়েছিল, সন্ধ্যা থিয়েটার কর্তৃপক্ষ, অর্জুন এবং তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা টিমের বিরুদ্ধে এফআইআর দায়ের করে হায়দরাবাদ পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার ১০৫, ১১৮ (১), ৩ (৫) ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ১০৫ ধারায় অনিচ্ছাকৃত খুনের কথা বলা রয়েছে। ১১৮ (১) ধারায় অস্ত্রের মাধ্যমে (যন্ত্র, আগুন, ক্ষতিকর গ্যাস, বিষ ইত্যাদি) মৃত্যু ঘটানোর কথা বলা রয়েছে। প্রতীকী ছবি
advertisement
7/9
পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার পরেই বিবৃতি পেশ করেছিল পুলিশ। সেখানে দাবি করা হয়, অর্জুন কখন কোথায় ছবির প্রিমিয়ারের জন্য যাবেন, তাঁর টিমের পক্ষ থেকে পুলিশকে সে বিষয়ে পর্যাপ্ত তথ্য দেওয়া হয়নি । প্রেক্ষাগৃহের তরফেও পুলিশকে কিছু জানানো হয়নি। প্রতীকী ছবি
advertisement
8/9
অভিনেতা এবং তাঁর টিমের প্রবেশ কিংবা প্রস্থানের জন্য আলাদা কোনও দরজার ব্যবস্থাও ছিল না। অভিনেতার সঙ্গেই দর্শকেরাও হলে ঢোকার চেষ্টা করেন। তাঁর নিরাপত্তারক্ষীরাও জনতাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। ফলে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। প্রতীকী ছবি
advertisement
9/9
এই ঘটনার পরেই অল্লুর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। তারপর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তায় শোকপ্রকাশ করেছিলেন এই দক্ষিণী অভিনেতা। মৃতের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণাও করেছিলেন। কিন্তু, শেষ রক্ষা হল না। সেই মামলাতেই এ বার গ্রেফতার হতে হল তাঁকে। প্রতীকী ছবি
বাংলা খবর/ছবি/বিনোদন/
Allu Arjun Arrest: কী ঘটেছিল 'পুষ্পা-২' এর প্রিমিয়ারের রাতে? কেন গ্রেফতার অল্লু অর্জুন? কী বলছে এফআইআরের নথি?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল