Bollywood Gossip: স্কুলের বাথরুমে লুকিয়ে লুকিয়ে 'এই' কাজ করতেন আলিয়া! ধরাও পড়েন হাতে নাতে... ফাঁস হতেই কেলেঙ্কারি
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Bollywood Gossip: শাস্তি স্বরূপ তাঁকে এক সপ্তাহ ডেস্ক মুছতে হয়েছিল।
advertisement
1/11

রণবীর সিংয়ের সঙ্গে রকি অওর রানি কি প্রেম কাহানি ছবিতে কামব্যাক করেছেন আলিয়া ভাট। মাঝে বিয়ে ও সন্তানের জন্মের কারণে কাজ থেকে বিরতিতে ছিলেন। করণ জোহরের এই নতুন ছবিতে বাঙালি চরিত্রে দেখা গিয়েছে আলিয়া ভাটকে।
advertisement
2/11
সাত বছরের পর এই ছবির হাত ধরেই ফিরলেন পরিচালক হিসাবে করণ জোহর। আলিয়া ভাট এবং রণবীর সিংকে মুখ্য চরিত্রে রেখে বোনা বর্ণিল সেই গল্পে আছে প্রেম, সামাজিক বার্তা আর লিঙ্গকাঠামোকে ভেঙে গুড়িয়ে দেওয়ার তাগিদ।
advertisement
3/11
আলিয়া জানান, মাতৃভাষা না হলেও তাঁর মুখ দিয়ে বাংলাই বেরিয়ে যাচ্ছিল বারবার। ‘কেয়া হুয়া’ বলতে হলে ‘কী হল’ বলে ফেলছিলেন আলিয়া। করণের ছবির সেটের রেশ যেন এখনও বয়ে বেড়াচ্ছেন তিনি।
advertisement
4/11
কলকাতার প্রতি ভালবাসার কথা বলেছেন আলিয়া। পছন্দের শহরে এসে প্রতিটা মুহূর্তই যেন লেন্সবন্দি করে ফেলতে চাইছিলেন।
advertisement
5/11
কিন্তু এই মিষ্টি মেয়ের একটি সিক্রেট কিন্তু অনেকেই জানেন না।
advertisement
6/11
স্কুলে গেলে বাথরুম হয়ে উঠত তাঁর প্রিয় জায়গা। কারণ তিনি নাকি ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিতেন স্কুলের বাথরুমে। এমনকি বাথরুমে তিনি ঘুমিয়েও পড়তেন। এই অভ্যাসের কারণে বেশ বকাও খেতেন শিক্ষকদের কাছে।
advertisement
7/11
শাস্তি স্বরূপ তাঁকে এক সপ্তাহ ডেস্ক মুছতে হয়েছিল।
advertisement
8/11
বলিউড সূত্রে খবর, আলিয়া ভাট দশম শ্রেণিতে ৭১ শতাংশ নম্বর নিয়ে পাশ করেছিলেন। কিন্তু দ্বাদশ শ্রেণির পড়াশোনা শেষ করতে পারেননি তিনি। পরে আর পড়াশোনা চালাননি আলিয়া।
advertisement
9/11
সঞ্জয় লীলা ভন্সালি পরিচালিত গাঙ্গুবাই কাথিয়াওয়ারি ছবিটি আলিয়া ভাটের কেরিয়ারের মোড় ঘুরিয়েছে। কিন্তু গাঙ্গুবাইয়ের চরিত্রে প্রথমে দীপিকাকে চেয়েছিলেন পরিচালক। কিন্তু অন্য কাজের ব্যস্ততার কারণে ছবিটি করতে পারেননি অভিনেত্রী। এর পরেই আলিয়া সেই অভিনয়ের প্রস্তাব দেন।
advertisement
10/11
এই ছবির জন্যই সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন বনশালী। আর আলিয়াও এখন বলিউডের প্রথম সারির তারকা।
advertisement
11/11
কেরিয়ারের অন্যতম সেরা সময় চাক্ষুষ করছেন আলিয়া ভাট। করণ জোহরের হাত ধরেই বলিউডে আত্মপ্রকাশ তাঁর। দীর্ঘ সময়ে পর ফের পরিচালক-নায়িকার যুগলবন্দি। 'রানি' হয়ে উঠতে ১০ কোটি পারিশ্রমিক নিয়েছেন রণবীর-পত্নী।