Alia Bhatt : আলিয়ার সৌন্দর্য্যে মজেছে নেটিজেন! সিলভার শাড়িতে অনুরাগীদের ঘুম কেড়েছেন নায়িকা
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Alia Bhatt : গাঙ্গুবাইয়ের প্রচারে বার বার সাদা শাড়িতেই ধরা দিয়েছেন আলিয়া। গাঙ্গুবাইএর মতোই আলোকিত করলেন পুরো মহল।
advertisement
1/10

গাঙ্গুবাই চাঁদ থি অউর চাঁদ রেহেগি! আলিয়ার রূপ দেখেও দর্শকরা এই মন্তব্যই করছেন। ছবিতে তুমুল সাড়া ফেলেছেন অভিনেত্রী।
advertisement
2/10
গাঙ্গুবাইয়ের প্রচারে বার বার সাদা শাড়িতেই ধরা দিয়েছেন আলিয়া। গতকাল ITA Awards এ এই মেটালিক শাড়ি পরে এলেন আলিয়া। গাঙ্গুবাইএর মতোই আলোকিত করলেন পুরো মহল।
advertisement
3/10
গাঙ্গুবাই কাঠিওয়াডি় ছবিটি নিয়ে নানা রকম আলোচনা হচ্ছে। তবে আলিয়ার অভিনয় থেকে চোখ ফেরানো কঠিন।
advertisement
4/10
আলিয়ার সৌন্দর্য যেন এই ছবিতে একেবারে ঐশ্বরিক। এক মুহূর্তের জন্যও চোখ ফেরানো কঠিন।
advertisement
5/10
সঞ্জয় লীলা বনসালির এই ছবি কামাথিপুরার এক ঘোলাটে নীলচে রং দেখানো হয়েছে। কিন্তু সেই ঘোলাটে রং আলো করে ছিলেন আলিয়া তথা গাঙ্গুবাই।
advertisement
6/10
আর তাই ছবির প্রচারেও সাদা রং বাদ দেননি আলিয়া। নানা রকমের সাদা শাড়ির সাজে দেখা গিয়েছে তাঁকে।
advertisement
7/10
সাদা ফ্লোরাল শাড়ির সঙ্গে স্নিগ্ধ সাজ আলিয়ার। এত সুন্দর আগে কোনও ছবিতে আলিয়াকে লাগেনি।
advertisement
8/10
রাতের আকাশে উজ্জ্বল তারার মতোই সুন্দর আলিয়া ভাট। অভিনয়েও চমক দিয়েছেন তিনি।
advertisement
9/10
সাদা শাড়ির সঙ্গে মাথায় ফুল। নতুন স্টাইল ট্রেন্ড তৈরি করলেন আলিয়া।
advertisement
10/10
এই ছবিতে অভিনয়ের জন্য প্রশংসায় ভরিয়ে দেওয়া হয়েছে আলিয়াকে।