Pori Moni: রক্তে মাখামাখি রাজের মাথা, হঠাৎ কী হল পরীমণির স্বামীর? ভর্তি হাসপাতালে, বাড়ছে ধোঁয়াশা
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Pori Moni: শুক্রবার রাতেই প্রকাশ্যে এসেছে রাজের একটি রক্তাক্ত ছবি ৷ যেখানে রাজের মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে৷
advertisement
1/5

পরীমণি ও শরিফুল রাজের দাম্পত্য কলহ যেন টক অফ দ্য টাউন৷ দিনকয়েক আগেই স্বামী শরিফুল রাজের সঙ্গে পরীমণির ঘনিষ্ঠ ছবি ছড়িয়ে পড়েছিল৷ সকলেই ভেবেছিল এবার হয়তো মান-অভিমান ভুলে এক হবেন তারা৷ একদিন কাটতে না কাটতেই পরীকে একা রেখে চলে গেছেন রাজ, এমনটাই জানা গিয়েছে৷
advertisement
2/5
গত শুক্রবার থেকেই ধুম জ্বরে কাবু হয়েছেন পরীমণি৷ স্যালাইনের ছবি পোস্ট করেছেন অভিনেত্রী ফেসবুকে এই ছবি পোস্ট করে ভক্তদের চিন্তা বাড়িয়ে দিয়েছেন নায়িকা৷ তারপর থেকেই খোঁজ শুরু হয়েছে শরীফুল রাজের৷
advertisement
3/5
শুক্রবার রাতেই প্রকাশ্যে এসেছে রাজের একটি রক্তাক্ত ছবি ৷ যেখানে রাজের মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে৷ হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন রাজ, রক্ত জমাট বেঁধে রয়েছে৷
advertisement
4/5
বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন রাজ৷ তবে এখন তিনি আর হাসপাতালে নেই৷ তবে কীভাবে চোট পেলেন, তা জানা যায়নি৷
advertisement
5/5
পরীমণির কাছে রাজের খবর জানতে চাওয়া হলে সংবাদমাধ্যমকে নায়িকা বলেন, রাজ কোথায় আছে, আমি জানি না৷ আমি জ্বরে কাবু হয়ে হাসপাতালে ভর্তি, কথা বলার অবস্থায় নেই৷ রাজ ও পরীমণির এহেন অবস্থা প্রকাশ্যে আসতেই বাড়ছে ধোঁয়াশা৷