Bollywood Gossip: সুপারস্টার হিরো প্রেমে তুফান! দু-দু’টি বিয়ে, ৩টি প্রেম, ২ সন্তান! বুড়ো বয়সে এসে এখন সিঙ্গল! অভিনেতার প্রেম জীবন দারুণ, এখন যদিও কেউ নেই পাশে
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
Kamal Haasan Untold Story: নতুন প্রজন্মের তারকাদেরও তিনি ছাপিয়ে গিয়েছেন৷ তিনি আর কেউ নন কমল হাসান৷ কমল হাসান একজন অভিনেতা যিনি দক্ষিণ এবং বলিউড উভয় ছবিতেই সমানভাবে সক্রিয়।
advertisement
1/9

একেবারে ছোট বয়স থেকে কাজ শুরু করেছিলেন৷ মাত্র ৪ বছর বয়স থেকে অভিনয় করতেন৷ ধীরেধীরে তিনিই হয়ে ওঠেন বড় মাপের হিরো৷ যাঁর খ্যাতি গোটা দেশ জুড়ে৷ তবে তাঁর ব্যক্তিগত জীবনে প্রচন্ড চড়াই উতরাই৷ দু দুটি বিয়ে করেও তিনি এখন একা!
advertisement
2/9
বলিউডেও কাজ করেছেন তিনি৷ তবে তিনি মূলত দক্ষিণের৷ সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার৷ যেই সময় তিনি কাজ শুরু করেন তখন দক্ষিণী নায়করা বলিউডে এসে খুব বেশি কাজ করতেন না৷ তবে তিনি ব্যতিক্রমী৷ বলিউডে তিনি কাজ করেছেন এবং অভিনয় গুণে নজর কেড়েছেন৷
advertisement
3/9
নতুন প্রজন্মের তারকাদেরও তিনি ছাপিয়ে গিয়েছেন৷ তিনি আর কেউ নন কমল হাসান৷ কমল হাসান একজন অভিনেতা যিনি দক্ষিণ এবং বলিউড উভয় ছবিতেই সমানভাবে সক্রিয়।
advertisement
4/9
ছবির জগতের তিনি যতটা দক্ষ, তাঁর প্রেমিক জীবনের জন্য তিনি শিরোনামে রয়েছেন।
advertisement
5/9
কমল হাসানের প্রথম বিয়ে হয়েছিল বাণী গণপতির সঙ্গে। কমল হাসান যখন বিয়ে করেন, তখন তাঁর বয়স ছিল মাত্র ২৪ বছর। বেশ কিছুদিন ধরে দুজনের সম্পর্ক ভালই চলছিল। কিন্তু বিষয়টি খুব দ্রুত ডিভোর্সের পর্যায়ে পৌঁছে যায়। কমল হাসান ১৯৭৮ সালে এই শাস্ত্রীয় নৃত্যশিল্পীকে বিয়ে করেন এবং ১৯৮৮ সালে বিবাহবিচ্ছেদ করেন।
advertisement
6/9
এরপর সারিকাকে বিয়ে করেন। সারিকার সঙ্গে লিভ-ইন রিলেশনে থাকতেন তিনি। সারিকা অন্তঃসত্ত্বা হলে দুজনেই বিয়ের সিদ্ধান্ত নেন।
advertisement
7/9
এই বিয়ে থেকে তার দুটি মেয়েও রয়েছে, শ্রুতি ও অক্ষরা। কিন্তু ২০০৪ সালে সারিকা ও কমল হাসানেরও বিবাহ বিচ্ছেদ ঘটে।
advertisement
8/9
প্রথম বিয়ের আগে, কমল হাসানের সঙ্গে শ্রী বিদ্যা নামে একজন অভিনেত্রীর সম্পর্কে ছিল। এর পরে তিনি বাণী গণপতি এবং তারপর সারিকার সঙ্গে থাকেন। সারিকার সঙ্গে বিবাহিত জীবনের সময় কমল হাসান গৌতমীর প্রেমে পড়েন। গৌতমীর সঙ্গে ঘনিষ্ঠতা সারিকা ও কমল হাসানের বিবাহবিচ্ছেদের কারণ বলে মনে করা হয়।
advertisement
9/9
দুজনের প্রায় ১৩ বছর সম্পর্কে ছিলেন। এর পরে, কমল হাসানের নাম ২২ বছরের ছোট সিমরান বাগ্গার সঙ্গে যুক্ত হয়েছিল। তবে সিমরন বাগ্গা তাঁর নিজের বন্ধুকে বিয়ে করে এসব খবর অস্বীকার করেছেন।