Bollywood News: 3 Idiots-এর মিলিমিটার! তাবড় তারকাদের সঙ্গে কাজ! হারিয়ে গেলেন তরুণ অভিনেতা
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Bollywood News: এক দশকেরও বেশি সময় পার। তবু দর্শকমনে থ্রি ইডিয়টসের স্মৃতি এখনও উজ্জ্বল। ছবির প্রধান চরিত্রগুলি তো বটেই, পার্শ্বচরিত্রগুলি নিয়েও এখনও চর্চা হয়। তাদের মধ্যে অন্যতম হল মিলিমিটারের চরিত্র।
advertisement
1/8

এমন কিছু ছবি আছে, যা বারবার দেখলেও পুরনো হয় না। থ্রি ইডিয়টস সেই ছবিগুলির মধ্যেই অন্যতম। তাই মুক্তির এক দশকের বেশি সময়ের পরেও সেই ছবি দর্শক-মনে উজ্জ্বল।
advertisement
2/8
এক দশকেরও বেশি সময় পার। তবু দর্শকমনে থ্রি ইডিয়টসের স্মৃতি এখনও উজ্জ্বল। আমির খান, শরমন জোশী, আর মাধবন, বোমান ইরানি, করিনা কাপুর খানের মতো ছবির প্রধান চরিত্রগুলি তো বটেই, পার্শ্বচরিত্রগুলি নিয়েও এখনও চর্চা হয়। তাদের মধ্যে অন্যতম হল মিলিমিটারের চরিত্র।
advertisement
3/8
মিলিমিটার চরিত্রে অভিনয় করেছিলেন রাহুল কুমার। ১৪ বছর আগে মুক্তি পাওয়া এই ছবিতে রাহুল অভিনয়ের খুব বেশি জায়গা পাননি। কিন্তু স্বল্প পরিসরেই সকলের নজর কেড়েছিলেন। তিনি এখন কী করছেন? কোথায় আছেন?
advertisement
4/8
১৪ বছরে আরও অনেকটাই পরিণত রাহুল। উচ্চতায় আমির খানকেও ছাড়িয়ে গিয়েছেন তিনি। মিলিমিটার এখন আক্ষরিক অর্থেই সেন্টিমিটার হয়ে উঠেছেন।
advertisement
5/8
‘দ্য ব্লু আমব্রেলা’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন রাহুল। ‘ওমকারা’ ছবিতে সইফ আলি খান ও অজয় দেবগণের সঙ্গে অভিনয় করেন। তবে রাহুল জনপ্রিয়তা পেয়েছেন ‘থ্রি ইডিয়টস’ থেকেই।
advertisement
6/8
২০০৯ সালে সেই ছবি মুক্তির পর বলিউড থেকে খানিক দূরত্ব বজায় রেখেছিলেন রাহুল। থ্রি ইডিয়টসের মতো সফল ছবির পরও বিশেষ কোনও কাজ আসেনি তাঁর ঝুলিতে।
advertisement
7/8
২০১৫সালে তিনি ‘ফির ভি না মানে… বদতামিজ দিল’, ‘ইয়াম হ্যায় হাম’ এবং ‘নীলি ছাত্রী ওয়ালে’-তে কাজ করেছিলেন রাহুল। একাধিক বিজ্ঞাপণেও দেখা গিয়েছে তাঁকে।
advertisement
8/8
‘বন্দিশ ব্যান্ডিটস’-এ একটি পার্শ্বচরিত্রে ছিলেন রাহুল। অর্জুন কাপুর এবং পরিণীতি চোপড়া অভিনীত ‘সন্দীপ অউর পিঙ্কি ফারার’-এ তাঁকে দেখা গিয়েছিল। তবে কেরিয়ারের শুরুতে যে খ্যাতি তিনি পেয়েছিলেন, তা যেন অকালেই হারায়। বিশেষ গুরুত্বপূর্ণ চরিত্রে আর দেখা যায় না তাঁকে।