TRENDING:

Prashant Kishor: ফের মোদিই প্রধানমন্ত্রী? জিতেই বিরাট সিদ্ধান্ত নেবেন? বিস্ফোরক মন্তব্য প্রশান্ত কিশোরের

Last Updated:
Prashant Kishor: প্রশান্ত কিশোর অবশ্য আগেই জানিয়েছিলেন, একটা জিনিস স্পষ্ট, বিজেপি এককভাবে ৩৭০ আসন পাচ্ছে না।
advertisement
1/8
ফের মোদিই প্রধানমন্ত্রী? জিতেই বিরাট সিদ্ধান্ত?বিস্ফোরক মন্তব্য প্রশান্ত কিশোরের
লোকসভা ভোটের আর একদফা ভোট বাকি। ফলপ্রকাশ ৪ জুন। তবে, রাজনৈতিক কুশলী প্রশান্ত কিশোর লোকসভা নির্বাচনের মধ্যেই ফলাফলের পূর্বাভাস দিয়ে বারবার শোরগোল ফেলে দিচ্ছেন। প্রশান্ত কিশোর অবশ্য আগেই জানিয়েছিলেন, একটা জিনিস স্পষ্ট, বিজেপি এককভাবে ৩৭০ আসন পাচ্ছে না। তিনি অবশ্য এও বলেছেন, বিজেপি ২৭০-এর নীচে যাচ্ছে না।
advertisement
2/8
২০২৪ সালের লোকসভা নির্বাচনের সপ্তম অর্থাৎ নতুন পর্ব ১ জুন অনুষ্ঠিত হতে চলেছে, ফলাফল ৪ জুন। এর মধ্যে আবারও প্রশান্ত কিশোর পরবর্তী সরকার সম্পর্কে ভবিষ্যদ্বাণী করে ফেললেন।
advertisement
3/8
নির্বাচন পরবর্তী রূপরেখা প্রসঙ্গেও রাজনৈতিক কৌশলবিদ প্রশান্ত কিশোর বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আবারও প্রধানমন্ত্রী হলে কী বড় সিদ্ধান্ত নিতে পারেন।
advertisement
4/8
'বিহার তক'-এর রিপোর্ট অনুসারে, প্রশান্ত কিশোর বলেছেন, নরেন্দ্র মোদি ফের প্রধানমন্ত্রীর চেয়ারে বসলে ক্ষমতা ও সম্পদের কেন্দ্রীকরণ এবং রাজ্যগুলির আর্থিক স্বায়ত্তশাসন হ্রাস হওয়ার সম্ভাবনা দেখছেন।
advertisement
5/8
প্রশান্তের সংযোজন, Financial Responsibilities and Budget Management act 2003 আইন আবারও আরও দৃঢ় ভাবে প্রয়োগ করা হতে পারে।
advertisement
6/8
ইউনিফর্ম সিভিল কোড এবং সিএএ-এর মতো বিতর্কিত বিষয়েও সরকার আরও কয়েক কদম এগিয়ে যেতে পারে বলেও মত প্রশান্ত কিশোরের।
advertisement
7/8
ভোটকুশলীর মতে, দুর্নীতি দমন ইস্যুতে দুই ধরনের পরিবর্তন দেখা যেতে পারে। একটি হবে কাঠামোগত এবং একটি কার্যকরী। প্রধানমন্ত্রী মোদিও ২০১৪ সাল থেকে দুর্নীতিবাজ নেতাদের বিরুদ্ধেই কাজ করছেন বলে মত পিকে-র। এমনকী আন্তর্জাতিক স্তরেও মোদির গুরুত্ব বাড়তে পারে বলে মত প্রশান্তের।
advertisement
8/8
এর আগে প্রশান্ত কিশোর স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন, ৩৭০ আসন বিজেপি হয়ত পাবে না, তবে, ২৭০ আসনের নীচেও নামবে না। বিজেপি ২০১৯ সালে ৩০৩টি আসন জিতেছিল। এবারও তার আশপাশেই থাকতে পারে জেতা আসনের সংখ্যা। তবে দেখতে হবে ২০১৯ সালে কোন কোন এলাকায় থেকে তারা বেশি আসন পেয়েছিল। ৩০৩টির মধ্যে ২৫০টি ছিল উত্তর পশ্চিমের রাজ্যগুলি থেকে। এই রাজ্যগুলিতে কি ৫০টির বেশি আসনে হারের মুখ দেখতে পারে বিজেপি? এই সব বিষয়গুলি খতিয়ে দেখা প্রয়োজন।’ মত প্রশান্ত কিশোরের।
বাংলা খবর/ছবি/নির্বাচন/
Prashant Kishor: ফের মোদিই প্রধানমন্ত্রী? জিতেই বিরাট সিদ্ধান্ত নেবেন? বিস্ফোরক মন্তব্য প্রশান্ত কিশোরের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল