Election 2024: ভোট তো দিয়েছেন, কী পদ্ধতিতে আপনার ভোট গণনা হয় জানেন? খুঁটিনাটি রইল আপনার জন্য
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:Harashit Singha
Last Updated:
Election 2024: বিশেষ পদ্ধতিতে ভোট গণনা করা হয়, প্রথমে পোস্টাল ব্যালট গণনা হয় তারপর মূল ভোট গণনা করা হয় ইভিএম থেকে....
advertisement
1/5

*ইভিএমে ভোট তো দিয়েছেন? আপনার ভোট গণনা কি পদ্ধতিতে হয় জানেন? ইলেকট্রনিক ভোটিং মেশিন থেকে কি ভাবে এক একটি ভোট গণনা হয় জানুন তবে। বিশেষ পদ্ধতিতে ইভিএম থেকে ভোট গণনা করা হয়। গণনার কিছু পদ্ধতি ও নিয়ম অবলম্বন করা হয়ে থাকে। প্রতিবেদনঃ হরষিত সিংহ। সংগৃহীত ছবি।
advertisement
2/5
*লোকসভা কেন্দ্রে আলাদা আলাদা ভোটগণনা কেন্দ্র তৈরি করা হয়। প্রতিটি লোকসভা কেন্দ্রিক গণনা কেন্দ্রে মোট আটটি কক্ষে ভোট গণনা হয়। তারমধ্যে একটি কক্ষে পোস্টাল ব্যালট ভোট গণনা করা হয়। মূলভোট গণনার ৩০ মিনিট আগে পোস্টাল ব্যালটের ভোট গণনা শুরু হয়। শেষ হলে শুরু হয় মূল পর্বের গণনা। সংগৃহীত ছবি।
advertisement
3/5
*মোট সাতটি ঘরে হয় মূল পর্বের গণনা। বিধানসভা ভিত্তিক আলাদা আলাদা সাতটি ঘরে একসঙ্গে ১৪ টেবিলে শুরু হয় গণনা। প্রতিটি কক্ষে একসঙ্গে ১৪ বুথের ভোট গণনা হয়। সাতটি কক্ষেই ১৪ টি করে বুথের গণনা শেষ হলে বলা হয় এক রাউন্ডের গণনা। এইভাবে কয়েকটা রাউন্ডের গণনা চলে। সংগৃহীত ছবি।
advertisement
4/5
*ভোট গণনার সময় প্রতিটি টেবিলের সামনে উপস্থিত থাকেন পোলিং এজেন্ট থেকে শুরু করে গণনা কর্মীরা। সকলের সামনে নিয়ে আসা হয় ইভিএম। মোট কত ভোট পড়েছে ইভিএমে তা লেখা থাকে সেখানে। তারপর স্যুইজের মাধ্যমে দেখে নেওয়া হয় কোন প্রার্থী কত ভোট পেয়েছেন। সেই হিসাবে একটি সিটে তোলা হয়। সংগৃহীত ছবি।
advertisement
5/5
*যদি কোনও কারণে মোট ভোটের সঙ্গে প্রার্থীদের প্রাপ্য ভোটের সামঞ্জস্য না মেলে তাহলেই খোলা হয় ভিভিপ্যাড। গুণে দেখা হয় ভিভিপ্যাডের কাগজ। এই ভাবেই মেলানো হয়, প্রাপ্ত ভোটের সংখ্যা। সংগৃহীত ছবি।