TRENDING:

Meghalaya Election: নির্বাচন কমিশনের বিরাট পদক্ষেপ, বাড়িতে বসেই ভোট দিতে পারবেন প্রবীণ নাগরিকেরা

Last Updated:
বিশেষভাবে সক্ষমদের জন্যও থাকছে এই ব্যবস্থা৷
advertisement
1/5
নির্বাচন কমিশনের বিরাট পদক্ষেপ, বাড়িতে বসেই ভোট দিতে পারবেন প্রবীণ নাগরিকেরা
এবার মেঘালয় জুড়ে থাকবে হোম ভোটিং৷ বৃদ্ধ এবং অসমর্থ ব্যক্তিরা ঘরে বসে ভোট দেওয়ার সুবিধা পাবেন। ৮০ বছরের বেশি বয়সী প্রবীণ নাগরিক এবং বিশেষভাবে সক্ষমদের জন্য বাড়িতে বসেই ভোট দেওয়ার এই বিশেষ ব্যবস্থা করা হয়েছে৷
advertisement
2/5
বুধবার প্রবীণ নাগরিকেরা হোম ভোটিং অনুশীলন করেন৷
advertisement
3/5
সমগ্র বিষয়টি হাতে ধরে শেখানো হয় তাঁদের৷ কোনও ভোটার যেন বাদ না থাকেন সেই দিকটি সুনিশ্চিত করতে দুর্গম এলাকাগুলিতে পৌঁছে যাচ্ছে বিশেষ দল৷
advertisement
4/5
প্রসঙ্গত এবার মেঘালয়ের মহিলা ভোটারদের উপরে বিশেষ নজর বিজেপি-র। বিজেপির ইস্তাহারে মহিলাদের জন্য ভুরি ভুরি আশ্বাস। তৃণমূলের WE card-এর পালটা এবার বিজেপির 'স্পেশাল স্কিম'। স্বামীহীনা ও একা মায়েদের মাসিক ২ হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি। বছরে ২টি করে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার। আর কন্যাসন্তান জন্মালেই এককালীন ৫০ হাজার টাকা। বুধবার, জেপি নাড্ডার হাত ধরে মেঘালয়ে প্রকাশিত হল বিজেপির নির্বাচনী ইস্তাহার।
advertisement
5/5
প্রসঙ্গত, ত্রিপুরার বিধানসভা ভোটেও প্রবীণ এবং বিশেষভাবে সক্ষমদের জন্য এই বিশেষ পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।
বাংলা খবর/ছবি/নির্বাচন/
Meghalaya Election: নির্বাচন কমিশনের বিরাট পদক্ষেপ, বাড়িতে বসেই ভোট দিতে পারবেন প্রবীণ নাগরিকেরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল