Job Alert: লিখিত পরীক্ষা হচ্ছে না! সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ, মোটা অঙ্কের বেতন, চাকরির বিরাট সুযোগ দিঘা-শঙ্করপুরে
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Madan Maity
Last Updated:
Job Alert: সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে মোটা অঙ্কের বেতনের চাকরির বিরাট সুযোগ দিচ্ছে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। লিখিত পরীক্ষা ছাড়াই আগামী ২০ সেপ্টেম্বর সরাসরি ইন্টারভিউয়ের এই নিয়োগ হবে।
advertisement
1/6

*সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে মোটা অঙ্কের বেতনের চাকরির বিরাট সুযোগ দিচ্ছে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। লিখিত পরীক্ষা ছাড়াই আগামী ২০ সেপ্টেম্বর সরাসরি ইন্টারভিউয়ের এই নিয়োগ হবে। বর্তমান সময়ে যখন চাকরির বাজারে অনিশ্চয়তা বিরাজ করছে, তখন এই নিয়োগ বিজ্ঞপ্তি অসংখ্য চাকরিপ্রার্থীর মনে নতুন আশার আলো জাগিয়েছে। তবে মনে রাখতে হবে, আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বেশ কিছু যোগ্যতা প্রয়োজন।
advertisement
2/6
*দিঘা-শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষ (DSDA) সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, একজন জুনিয়র ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হবে। সমুদ্র সৈকতের সৌন্দর্যবর্ধনমূলক আলোকসজ্জা ও তার রক্ষণাবেক্ষণের জন্য এই নিয়োগ করা হবে। প্রাথমিকভাবে এক বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। তবে প্রার্থীর কাজের মান ও দক্ষতার ভিত্তিতে এই নিয়োগের মেয়াদ বাড়ানোও সম্ভব বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
advertisement
3/6
*আবেদনকারীকে যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাস হতে হবে। পাশাপাশি কমপক্ষে দু'বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক। অভিজ্ঞতা থাকতে হবে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন, রক্ষণাবেক্ষণ ও পরিচালনার ক্ষেত্রে। তবে বিশেষ যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের জন্য অভিজ্ঞতার শর্ত কিছুটা শিথিল করা হতে পারে অর্থাৎ মেধাবী প্রার্থীদের সুযোগ দেওয়ার ক্ষেত্রেও কর্তৃপক্ষ যথেষ্ট নমনীয়তা প্রদর্শন করছে।
advertisement
4/6
*এই পদের জন্য আবেদনকারীর সর্বোচ্চ বয়সসীমা নির্ধারিত হয়েছে ৩৬ বছর, যা গণনা করা হবে ২০ সেপ্টেম্বর ২০২৫ তারিখ অনুযায়ী। তবে সরকারি নিয়ম অনুসারে নির্দিষ্ট সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সে শিথিলতা পাবেন। নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন নির্ধারিত হয়েছে ২৫,০০০ টাকা। বর্তমান চাকরির বাজারে এটি একটি জন্য দারুন সুযোগ।
advertisement
5/6
*ইচ্ছুক প্রার্থীদের আগামী ২০ সেপ্টেম্বর দুপুর বারো'টার মধ্যে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদে উপস্থিত হতে হবে। প্রার্থীদের সঙ্গে নিয়ে আসতে হবে আবেদনপত্র, শিক্ষাগত যোগ্যতার স্ব-প্রত্যয়িত নথি, বয়সের প্রমাণপত্র, অভিজ্ঞতা প্রয়োজনীয় নথিপত্র ও দুটি সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি। আবেদনপত্র ডাউনলোড করা যাবে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের ওয়েবসাইট অথবা দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের অফিশিয়াল ওয়েবসাইট থেকে। অথবা https://purbamedinipur.gov.in/notice_category/recruitment/ বা https://www.dsda.org.in/notice লিঙ্কে ক্লিক করেও আবেদনপত্র ডাউনলোড করা যাবে।
advertisement
6/6
*দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের প্রশাসক নীলাঞ্জন মণ্ডল জানিয়েছেন, "নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখা হবে। আমরা চাই যোগ্য প্রার্থীরাই সুযোগ পান। দিঘাকে পর্যটকের সামনে আরও সুন্দরভাবে তুলে ধরতে এই নিয়োগ প্রয়োজন। তাই যোগ্যতার ভিত্তিতেই প্রার্থী নির্বাচন করা হবে এবং কোনও প্রকার অনিয়মের সুযোগ রাখা হবে না।"”