TRENDING:

Students: আর ক'দিন পরেই গরমের ছুটি, তার আগে স্কুলে মুখোশ পরে পাহারায় ছাত্রছাত্রীরা, কেন? কারণ শুনলে তাজ্জব হবেন

Last Updated:
Students: স্কুলে দেওয়া হচ্ছে তরমুজ, আপেল-সহ আরও অনেক খাদ্যদ্রব্য। আর সেগুলি মুখোশ পরে পাহারা দিচ্ছে ছাত্র-ছাত্রীরা। কেন জানেন?
advertisement
1/6
আর ক'দিন পরেই গরমের ছুটি, তার আগে স্কুলে মুখোশ পরে পাহারায় ছাত্রছাত্রীরা, কেন?
স্কুলে দেওয়া হচ্ছে, ফল, তরমুজ, আপেল-সহ আরও অনেক খাদ্যদ্রব্য। আর সেগুলি মুখোশ পরে পাহারা দিচ্ছে ছাত্র-ছাত্রীরা।
advertisement
2/6
অভিনব এই ঘটনা ঘটেছে সাগরের চৌরঙ্গী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। সেখানে ছাত্র-ছাত্রীদের আনন্দ দিতে আনন্দপরিসর কর্মসূচির অধীনে এই কাজ করা হয়‌।
advertisement
3/6
আনন্দপরিসর কর্মসূচির মাধ্যমে স্কুলে কু্ইজ প্রতিযোগিতা, নিজেদের মধ্যে বিভিন্ন রকম আলোচনা। ভয় কাটাতে বিভিন্ন গল্প শোনানো হয়।
advertisement
4/6
স্কুলের প্রধান শিক্ষক তাপস মণ্ডল জানিয়েছেন, আনন্দপরিসর কর্মসূচির অধীনে স্কুলের ছাত্র-ছাত্রীরা মুখোশ পরেই নিজেদের খাবার নিজেরা পাহারা দিয়েছে। এতে তাদের ভয় কেটেছে।
advertisement
5/6
ভয় কাটানোর পাশাপাশি ছাত্র-ছাত্রীদের আনন্দ দিতে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে এখানে। এর সঙ্গে রাজ্যের অন্যান্য স্কুলের সঙ্গে তাল মিলিয়ে এই স্কুলেও চালু হয়েছে ওয়াটার বেল।
advertisement
6/6
সাগরের এই স্কুল আগেও একাধিক কর্মসূচি করে সাড়া ফেলে দিয়েছিল। এবার গরমের ছুটির আগে এই কর্মসূচি করে আবারও সবার নজর কাড়ল এই স্কুল‌।
বাংলা খবর/ছবি/শিক্ষা/
Students: আর ক'দিন পরেই গরমের ছুটি, তার আগে স্কুলে মুখোশ পরে পাহারায় ছাত্রছাত্রীরা, কেন? কারণ শুনলে তাজ্জব হবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল