TRENDING:

উচ্চ মাধ্যমিক পরীক্ষা হাসপাতালের বেডেই! সব বাধা পার করে অনন্য নজির দুই পরীক্ষার্থীর 

Last Updated:
হরিহরপাড়া, কৌশিক অধিকারী : মুর্শিদাবাদের হরিহরপাড়ায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার এক বিরল ও অনুপ্রেরণামূলক দৃশ্যের সাক্ষী রইল সকলে। শুক্রবার এডুকেশন বিষয়ের পরীক্ষায় অসুস্থ হয়ে পড়লেন দুই ছাত্রী। তবুও পরীক্ষার প্রতি অদম্য মনোবল দেখিয়ে হাসপাতালের বেডেই সম্পূর্ণ করলেন তাঁদের পরীক্ষা।
advertisement
1/5
উচ্চ মাধ্যমিক পরীক্ষা হাসপাতালের বেডেই! সব বাধা পার করে অনন্য নজির দুই পরীক্ষার্থীর 
হরিহরপাড়া, কৌশিক অধিকারী : মুর্শিদাবাদের হরিহরপাড়ায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার এক বিরল ও অনুপ্রেরণামূলক দৃশ্যের সাক্ষী রইল সকলে। শুক্রবার এডুকেশন বিষয়ের পরীক্ষায় অসুস্থ হয়ে পড়লেন দুই ছাত্রী। তবুও পরীক্ষার প্রতি অদম্য মনোবল দেখিয়ে হাসপাতালের বেডেই সম্পূর্ণ করলেন তাঁদের পরীক্ষা।
advertisement
2/5
অসুস্থ পরীক্ষার্থীরা হলেন ডোমকলের জিতপুর পাল প্রতিষ্ঠান স্কুলের ছাত্রী সানিয়া সুলতানা এবং নওদার ট্যাকপাড়ার ছাত্রী মামনি খাতুন, তিনিও জিতপুর পাল প্রতিষ্ঠান স্কুলের ছাত্রী। দু’জনের পরীক্ষাকেন্দ্রই ছিল হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়।
advertisement
3/5
পরীক্ষা চলাকালীন আচমকাই অসুস্থ হয়ে পড়লে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও প্রশাসনের তৎপরতায় তাঁদের দ্রুত নিয়ে যাওয়া হয় হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে।
advertisement
4/5
সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকদের অনুমতিতেই হাসপাতালের বেডে বসে তাঁরা নিজেদের পরীক্ষা শেষ করেন।
advertisement
5/5
চিকিৎসাধীন অবস্থার কষ্টকে জয় করে শিক্ষার প্রতি এক অনন্য দৃষ্টান্ত গড়লেন এই দুই পরীক্ষার্থী। তাঁদের দৃঢ়তা ও সাহস ইতিমধ্যেই সকলের চোখে প্রশংসা ছড়িয়েছে।
বাংলা খবর/ছবি/শিক্ষা/
উচ্চ মাধ্যমিক পরীক্ষা হাসপাতালের বেডেই! সব বাধা পার করে অনন্য নজির দুই পরীক্ষার্থীর 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল