TRENDING:

Coronavirus New Wave: HIV+ মহিলার শরীরে ২১৬ দিনে ৩২ বার করোনার চরিত্র বদল! নয়া ঝড়ের আশঙ্কায় কাঁপছে বিশ্ব

Last Updated:
৩২ বার করোনা ভাইরাসের (Coronavirus) চরিত্র বদল, ২১৬ দিন পর করোনামুক্ত এইচআইভি (HIV Positive) আক্রান্ত মহিলা।
advertisement
1/7
HIV+ মহিলার শরীরে ২১৬দিনে ৩২ বার করোনার চরিত্র বদল!নয়া ঝড়ের আশঙ্কায় কাঁপছে বিশ্ব
*রূপ ও চরিত্র বদলের জেরে প্রতিদিনই আরও ভয়ঙ্কর হয় উঠছে করোনা। প্রথম পর্যায় থেকে একের পর এক চরিত্র বদল করে বিশ্বের ত্রাস সৃষ্টি করেছে। তবে এ বার যে ঘটনা সামনে এসেছে তা আরও ভয়ানক। ফাইল ছবি। 
advertisement
2/7
*দক্ষিণ আফ্রিকার ৩৬ বছরের HIV আক্রান্ত মহিলার দেহে পাওয়া গিয়েছে করোনার উপস্থিতি। HIV ভাইরাস একটি আরএনএ (RNA) ভাইরাস। ফলে তার সঙ্গে করোনা যুক্ত হওয়ায় তা আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। সেই মহিলার দেহে ২১৬ দিন ধরে ৩২ বার নিজের রূপ ও চরিত্র বদলেছে করোনা। ফাইল ছবি। 
advertisement
3/7
*সাধারণত কেউ করোনায় আক্রান্ত হলে ১৪দিন পর্যন্ত তাঁর শরীরে এই ভাইরাসের সংক্রমণ বজায় থাকে।ক্ষিণ আফ্রিকার কয়েকজন গবেষক ওই মহিলার উপর একটি গবেষণা করেছিলেন।তাতে জানা গিয়েছে, তাঁর শরীরে ২১৬ দিন পর্যন্ত বজায় ছিল করোনার সংক্রমণ।আর সেই সময় প্রায় ৩২ বার চরিত্র বদল করেছে ওই ভাইরাস। যা রীতিমতো সাড়া ফেলে দিয়েছে গবেষক মহলে।  ফাইল ছবি। 
advertisement
4/7
*এমনিতে HIV-তে কেউ আক্রান্ত হলে তার দেহে ধীরে ধীরে রোগপ্রতিরোধ ক্ষমতা কমতে শুরু করে। ক্রমেই তা তলানিতে ঠেকে। সামান্য জ্বরও সেক্ষেত্রে মারাত্বক আকার ধারণ করতে পারে রোগীর শরীরে।  ফাইল ছবি।
advertisement
5/7
*রিপোর্টে প্রকাশিত, ২০০৬ সালে ওই মহিলা HIV আক্রান্ত হন। ২০২০ সালের সেপ্টেম্বরে তিনি করোনা আক্রান্ত হন। বৃহস্পতিবার মেডিক্যাল জার্নাল medRxiv-এ প্রকাশিত, ওই মহিলার দেহে E484K মিউটেশনের পর Alpha variant B.1.1.7 (UK-তে প্রথম মেলে) পাওয়া গিয়েছে। একইসঙ্গে N510Y মিউটেশনের জেরে তৈরি হয়েছে B.1.351 ভ্যারিয়েন্ট (সাউথ আফ্রিকায় প্রথম মেলে)। ফাইল ছবি। 
advertisement
6/7
*যদিও গবেষকদের বর্তমান মাথা ব্যাথা এই ভ্যারিয়েন্টগুলি কতটা ছড়িয়ে পড়েছে তাঁর থেকে। তা ছড়ায় সেক্ষেত্রে ফের করোনা ঝড় শুরু হতে পারে বিশ্বে। ফাইল ছবি।
advertisement
7/7
বিশেষজ্ঞদের মতে, একজন এইচআইভি পজিটিভ রোগীর করোনায় প্রাণ হারানোর সম্ভাবনা সাধারণ কোমর্বিডিটি রোগীর তুলনায় ২.৭৫ গুণ বেশি। যদিও ২১৬ দিন করোনা তাঁর শরীরে বাসা বাঁধলেও এখন পুরোপুরি সুস্থ ওই মহিলা। ফাইল ছবি।
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
Coronavirus New Wave: HIV+ মহিলার শরীরে ২১৬ দিনে ৩২ বার করোনার চরিত্র বদল! নয়া ঝড়ের আশঙ্কায় কাঁপছে বিশ্ব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল