প্লাজমা থেরাপিতে আশার আলো কলকাতায়, করোনাকে কিভাবে হার মানাচ্ছে এই থেরাপি, জেনে নিন
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
১০ জনের ক্লিনিক্যাল ট্রায়াল ইতিবাচক হয়েছে বলে দাবি গবেষকদের। কলকাতায় প্লাজমা থেরাপির ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব কেমিক্যাল বায়োলজি।
advertisement
1/6

কলকাতায় প্লাজমা থেরাপিতে আশার আলো। ১০ জনের ক্লিনিক্যাল ট্রায়াল ইতিবাচক হয়েছে বলে দাবি গবেষকদের। কলকাতায় প্লাজমা থেরাপির ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব কেমিক্যাল বায়োলজি। গবেষকদের দাবি, এখনও পর্যন্ত ফল আশাব্যাঞ্জক। CSIR ও স্বাস্থ্য দফতরে জমা পড়েছে ক্লিনিক্যাল ট্রায়ালের রিপোর্ট।
advertisement
2/6
করোনায় আশার আলো। কলকাতায় প্লাজমা থেরাপিতে সুফল। এ শহরে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব কেমিক্যাল বায়োলজি। গবেষকদের দাবি, যাঁদের প্লাজমা দেওয়া হয়েছে তাঁদের বেশিরভাগই উপকৃত হয়েছেন। কারও মধ্যে কোনও বিরূপ প্রভাব পড়েনি।
advertisement
3/6
অন্যান্য আক্রান্তের তুলনায় তাঁদের মধ্যে অক্সিজেনের ঘাটতি কমেছে। দ্রুত শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। প্রাথমিকভাবে ১০জনের ক্লিনিক্যাল ট্রায়াল ইতিবাচক। আরও ৩০জনের উপর ক্লিনিক্যাল ট্রায়াল হবে। তারপরই চূড়ান্ত সিদ্ধান্তে আসা যাবে বলে জানিয়েছেন গবেষকরা। ইতিমধ্যে এই ১০ জনের উপর ক্লিনিক্যাল ট্রায়ালের রিপোর্ট CSIR ও স্বাস্থ্য দফতরে জমা পড়েছে।
advertisement
4/6
কী এই প্লাজমা থেরাপি? করোনায় আক্রান্ত সুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে তাঁর দেহে এই রোগ মোকাবিলায় অ্যান্টিবডি তৈরি হয়। সেই অ্যান্টিবডি দেওয়া হয় আরেক আক্রান্তকে। অর্থাৎ এক করোনা আক্রান্তের রক্তরস বা প্লাজমা দেওয়া হয় আরেক আক্রান্তকে। এই চিকিৎসা পদ্ধিতিকেই বলে প্লাজমা থেরাপি।
advertisement
5/6
এই ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য ১২০ জনকে প্লাজমা দানের প্রস্তাব দেওয়া হয়। তার মধ্যে এগিয়ে আসেন তিরিশ জন। তাঁদেরই মধ্যে অন্যতম সল্টলেকের বেসরকারি হাসপাতালের কর্মী সোনালি বসু।
advertisement
6/6
ইতিমধ্যে দেশের বেশ কয়েকটি হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসায় প্লাজমা থেরাপি শুরু হয়েছে। বিদেশেও চলছে। চিন এই থেরাপি প্রয়োগ করে সুফল পাওয়ার দাবি করেছে। আমেরিকা, কানাডা-সহ বেশ কিছু দেশ এই নিয়ে গবেষণাও চলছে। এবার কলকাতাতেও প্লাজমা থেরাপিতে সুফল।
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
প্লাজমা থেরাপিতে আশার আলো কলকাতায়, করোনাকে কিভাবে হার মানাচ্ছে এই থেরাপি, জেনে নিন