TRENDING:

মাউথওয়াশে কি করোনা তাড়ানো সম্ভব? সাফ উত্তর দিলেন বিজ্ঞানীরা

Last Updated:
শুরুয়াতটা একটি জার্নাল থেকে। জার্নাল অফ ইনফেকশাস ডিজিজে লেখা হয়েছিল, সমীক্ষা বলছে সার্স করোনা ভাইরাসের সংক্রমণ আটকাতে মুখেই কার্যকর হতে পারে মাউথওয়াশ।
advertisement
1/6
মাউথওয়াশে কি করোনা তাড়ানো সম্ভব? সাফ উত্তর দিলেন বিজ্ঞানীরা
শুধু সক্রিয় আক্রান্তের সংখ্যাই দু'কোটির উপর। এই অবস্থায় করোনা ভ্যাকসিন বাজারে আনার দাবি করছে রাশিয়া। কিন্তু সেই ভ্যাকসিন কতটা কার্যকর, বাজারজাত হতে কত সময় লাগবে তা নিয়ে এখনও ধোঁয়াশা। তাই ভাইরাস থেকে মুক্তি চাওয়া আবিশ্ব মানুষের হাতের পাঁচ এখন মাস্ক এবং নানাবিধ টোটকা। এই অবস্থাতেই একটি তত্ত্ব নিয়ে বারবার শোরগোল বিশ্বজুড়ে, তত্ত্বটি এই যে, দাঁতের সুরক্ষাসামগ্রী যেমন মাউথওয়াশ করোনা সংক্রমণ রোধে কার্যকর হতে পারে। এই তত্ত্বকে কার্যত মান্যতাও দিচ্ছেন একদল বিজ্ঞানী। কিন্তু কী ভাবে সম্ভব?
advertisement
2/6
আসলে শুরুয়াতটা একটি জার্নাল থেকে। জার্নাল অফ ইনফেকশাস ডিজিজে লেখা হয়েছিল, সমীক্ষা বলছে সার্স করোনা ভাইরাসের সংক্রমণ আটকাতে মুখেই কার্যকর হতে পারে মাউথওয়াশ। কিন্তু বাস্তবে করোনার সঙ্গে প্রত্যক্ষ কোনও সম্পর্ক নেই মাউথওয়াশের। সরাসরি করোনা আটকাবে এমন এই মাউথওয়াশ এমন দাবি করাও ঠিক নয়। এক্ষেত্রে শুধুমাত্র সম্ভাবনার কথা উল্লেখ করা যায়।
advertisement
3/6
কী সেই সম্ভাবনা?মাউথওয়াশে মুখ কুলকুচি করলে মুখ গলা পরিষ্কার হয়ে যায়। মুখ ও শ্বাসনালীতে থাকা ভাইরাস ও ব্যাকটেরিয়া নাশ হতে পারে। সেক্ষেত্রে সম্ভবনা রয়েছে করোনা ভাইরাস দূর হওয়ারও।
advertisement
4/6
পাশাপাশি জার্মানির রাঢ় বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দেখাচ্ছেন আপার রেসপরটরি ট্র্যাকে করোনা অনেক দ্রুত আক্রমণ শানায়, এবং অনেক বেশি পরিমাণে জমা হয়। সেক্ষেত্রে ওরাল ক্যাভিটি রুখতে পারলে করোনা সংক্রমণ রোধ করাও সম্ভপর হবে।
advertisement
5/6
করোনা যে কোষে প্রথম আক্রমণ করে সেই ভেরো ই সিক্স সেলে বিজ্ঞানীরা ভাইরাস-সহ মাউথ ওয়াশ প্রয়োগ করে দেখেছন ৮টির মধ্যে তিনটি ক্ষেত্রে ভাইরাস নাশ হয়ে যাচ্ছে।
advertisement
6/6
ফলে এই সমীক্ষার একজন টনি মেইস্টার বলছেন, মাউথওয়াশ দিয়ে স্বাভাবিক নিয়মেই গারগেল করা উচিত। এতে সংক্রমিত হওয়ার সম্ভাবনা কমবে এমনটা বলা যায় না, কিন্তু মুখে ভাইরাস জমা হলে তা নিকেশ হতে পারে।
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
মাউথওয়াশে কি করোনা তাড়ানো সম্ভব? সাফ উত্তর দিলেন বিজ্ঞানীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল