TRENDING:

West Bengal New Covid Rules: আজ থেকে রাজ্যে রাত ১০.৩০ পর্যন্ত খোলা বার-রেস্তোরাঁ-দোকান

Last Updated:
আজ থেকে রাজ্যের কোভিড বিধিনিষেধে (West Bengal New Covid Rules) আরও খানিকটা শিথিলতা লাগু হতে চলেছে।
advertisement
1/6
আজ থেকে রাজ্যে রাত ১০.৩০ পর্যন্ত খোলা বার-রেস্তোরাঁ-দোকান
আজ থেকে রাজ্যের কোভিড বিধিনিষেধে (West Bengal New Covid Rules) আরও খানিকটা শিথিলতা লাগু হতে চলেছে। আটটা নয়, রাত সাড়ে দশটা পর্যন্ত রাজ্যে খুলে রাখা যাবে সমস্ত দোকান, রেস্তোরাঁ এবং পানশালা৷
advertisement
2/6
সোমবার, ১৬ অগস্ট ২০২১ থেকেই এই নির্দেশিকা কার্যকর হবে। গত ১৩ অগস্ট করোনা সংক্রান্ত বিধিনিষেধের নতুন যে নির্দেশিকা নবান্ন থেকে দেওয়া হয়েছিল, সেখানেই পানশালা এবং রেস্তোরাঁ খোলা রাখার সময়সীমা বৃদ্ধির উল্লেখ করা হয়েছে৷
advertisement
3/6
আগামী ৩১ অগাস্ট পর্যন্ত করোনা সংক্রান্ত বিধিনিষেধ বজায় রাখার কথা জানিয়ে দিয়েছে রাজ্য প্রশাসন৷ তবে বেশ কিছু ক্ষেত্রে নতুন করে ছাড়ও দেওয়া হয়েছে৷
advertisement
4/6
যেমন নতুন নির্দেশিকা অনুযায়ী নাইট কারফিউয়ের সময়সীমা শুরু হচ্ছে রাত ১১টা থেকে৷ আর সেই কারণেই রেস্তোরাঁ এবং পানশালা খোলার সময়সীমাও বাড়ানো হল৷
advertisement
5/6
নয়া নির্দেশিকায় বলা হয়েছে, ১৬ অগাস্ট রাত ৮টার বদলে রাত সাড়ে দশটা পর্যন্ত রেস্তোরাঁ, পানশালা সহ সমস্ত দোকান খুলে রাখা যাবে৷ এর পাশাপাশি থিয়েটার হল, মঞ্চ, ওপেন এয়ার থিয়েটারও পঞ্চাশ শতাংশ দর্শক নিয়ে চালু করার অনুমতি দেওয়া হয়েছে৷
advertisement
6/6
স্টেডিয়াম এবং সুইমিং পুলও পঞ্চাশ শতাংশ দর্শক বা ধারণ ক্ষমতা নিয়ে চালু করা যাবে বলে নির্দেশিকায় জানানো হয়েছে৷
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
West Bengal New Covid Rules: আজ থেকে রাজ্যে রাত ১০.৩০ পর্যন্ত খোলা বার-রেস্তোরাঁ-দোকান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল