West Bengal Coronavirus :করোনাগ্রাফে পুজোর ভিড়ের ছায়া? একদিনে আক্রান্ত বাড়ল ৪১%, বাড়ছে মৃতের সংখ্যাও...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
West Bengal Coronavirus: পুজোয় করোনা বিধিনিষেধ চ্যালেঞ্জের মুখে পড়েছিল মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখার ভিড়ে।
advertisement
1/10

দুর্গাপুজো (Durga Puja 2021) মিটতে না মিটতেই ফের বাড়ল রাজ্যের সংক্রমণ। রবিবার রাজ্যে করোনা (coronavirus)আক্রান্তের সংখ্যা আগের দিনের থেকে অনেকটাই বেড়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬২৪ জন। যা আগের দিনের তুলনায় বেশ খানিকটা বেশি। একইভাবে বেড়েছে মৃত্যু। একদিনে রাজ্যে করোনার বলি ১৪ জন। সুস্থতার হার রয়েছে গত কয়েকদিনের মতোই, ৯৮.৩৩%। এদিন সুস্থ হয়েছেন ৬৩৪ জন।
advertisement
2/10
পুজোয় করোনা বিধিনিষেধ চ্যালেঞ্জের মুখে পড়েছিল মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখার ভিড়ে। বিশেষজ্ঞদের মতে ইয়াবার করোনা গ্রাফে তারই প্রতিফলন স্পষ্ট হচ্ছে ক্রমশ। আজ স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৬২৪ জন।
advertisement
3/10
শনিবার যা ছিল ৪৪৩ জন। পুজোর পরে আক্রান্ত বৃদ্ধি শতাংশের নিরিখে ৪০.৮৬ শতাংশের মতো। মোট আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৮০ হাজার ৫৩০ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮, ৯৭৭। এদিন মৃত্যু হয়েছে ১৪ জনের। শনিবার এই সংখ্যাটা ছিল ১০।
advertisement
4/10
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৫ লক্ষ ৮০ হাজার ৫৩০ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৭ ৪২১ জন। এদিন ২৪ জন কমেছে সক্রিয়ের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৬৩৪ জন। মোট করোনা মুক্ত হলেন ১৫ লক্ষ ৫৪ হাজার ১৩২ জন।
advertisement
5/10
স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা (Corona Virus) আক্রান্তদের মধ্যে ১৭৯ জন কলকাতার (Kolkata)। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিন ফের প্রথমে ওই জেলা।
advertisement
6/10
উল্লেখযোগ্যভাবে আগের দিনের তুলনায় এক ধাক্কায় অনেকটা বেড়েছে সংক্রমণ। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas)। একদিনে আক্রান্ত সেখানকার ১২৮ জন। আগের দিন সংক্রমণ ছিল একশোরও কম।
advertisement
7/10
এরমধ্যে করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ৫১০৭ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ৪৭৮১। কলকাতায় এদিন সক্রিয় রোগীর সংখ্যা ৪০ জন বৃদ্ধি পেয়েছে। এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩,১৯, ০৬২। শনিবার কলকাতায় ১ জনের মৃত্যুর পরে এদিন মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪।
advertisement
8/10
একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ১৪ জনের। দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে কলকাতা। একদিনে করোনার বলি সেখানকার ৪ জন। স্বাভাবিকভাবেই তা চিন্তা বাড়িয়েছে ওই জেলার বাসিন্দাদের। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮, ৯৭৭ জন।
advertisement
9/10
একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৬৩৪ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫,৫৪, ১৩২। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.৩৩ শতাংশ। বর্তমানে রাজ্যে সেফ হোমের সংখ্যা ২০০।
advertisement
10/10
এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩,১২, ৩২৮ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৬২৭ জন। উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩,২৭, ৩০১ জন। এদিন মৃত্যু হয়েছে ৩ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩, ২১, ২৩৯ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১২৮১ জন। এদিন তালিকায় যুক্ত হয়েছেন ১৭ জন।
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
West Bengal Coronavirus :করোনাগ্রাফে পুজোর ভিড়ের ছায়া? একদিনে আক্রান্ত বাড়ল ৪১%, বাড়ছে মৃতের সংখ্যাও...