Covid Third Wave| WB Measure| করোনাসুর থেকে শিশুদের বাঁচাতে যুদ্ধ শুরু! কতটা প্রস্তুত রাজ্য- জানুন ছবিতে
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
Covid Third Wave| WB Measure| কাউন্টডাউন শুরু। করোনার তৃতীয় ঢেউ থেকে শিশুদের বাঁচাতে ঢেলে স্বাস্থ্যব্যবস্থা সাজাচ্ছে রাজ্য। কেমন প্রস্তুতি জানুন।
advertisement
1/6

কোভিড সংক্রমণ আগের তুলনায় অনেকটাই কম। কিন্তু চোখ রাঙাচ্ছে করোনার তৃতীয় ঢেউ। বহু চিকিৎসক গবেষকই বলছেন, এই পর্যায়ে শিশুরা আক্রান্ত হতে পারে। করোনার তৃতীয় প্রবাহে শিশুদের বেশি সংক্রমণ যদি হয়, তা ঠেকানোর জন্য একগুচ্ছ পরিকল্পনা নিল রাজ্য স্বাস্থ্য দফতর। দেখে নেওয়া যাক কী ভাবছে রাজ্য।
advertisement
2/6
আগেই ১৩০০ শিশুর আইসিইউ ( PICU) এবং ৩৫০ টি সিক নিউবর্ন কেয়ার ইউনিট (SNCU) গড়ে তোলার কথা বলা হয়।
advertisement
3/6
নতুন করে রাজ্যের তিনটি হাসপাতালকে সেন্টার অফ এক্সেলেন্স (COE) আখ্যা দিয়ে এইএসএনসিইউ এবং শিশু ইউনিটগুলিকে এর তত্ত্বাবধানে নিয়ে আসা হলো।
advertisement
4/6
ফুলবাগান বিসি রায় শিশু হাসপাতাল, কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ., উত্তরবঙ্গ মেডিকেল কলেজ-এই তিনটি হাসপাতালের প্রত্যেকটির অধীনে সর্বাধিক ৩০ টি সরকারি হাসপাতাল থাকবে যেখানে শিশুদের আইসিইউ আরো নতুনভাবে গড়ে তোলা হবে। সেখানকার চিকিৎসক-নার্স স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষিত করা হবে। শিশুদের করোনা চিকিৎসার জন্য সমস্ত প্রয়োজনীয় যন্ত্রপাতি সঠিকভাবে রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে।
advertisement
5/6
জেলা হাসপাতাল, সুপার স্পেশালিটি হাসপাতাল, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলি থেকে যদি কোনও শিশুর আরও উন্নত চিকিৎসার প্রয়োজন হয় তবে তবে যেখানে পিকুর সুবিধা রয়েছে সেখানে স্থানান্তরিত করা হবে।
advertisement
6/6
শিশু পরিবার পরিজনদের সঙ্গে নিয়মিত যোগাযোগ, প্রতিদিন ভর্তি থাকা শিশুর শারীরিক অবস্থা পর্যালোচনা করা সবটাই করতে হবে নিয়ম মেনে।
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
Covid Third Wave| WB Measure| করোনাসুর থেকে শিশুদের বাঁচাতে যুদ্ধ শুরু! কতটা প্রস্তুত রাজ্য- জানুন ছবিতে