ইউহানের গবেষণাগার থেকেই ছড়িয়েছে করোনা, কেবল মেসেজ সামনে এনে ফের চ্যালেঞ্জ আমেরিকার
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে আনল কিছু কেবল মেসেজ যা থেকে ফের একবার ট্রাম্প প্রশাসনের কড়া দাবি, ইউহানের ভাইরোলজি ল্যাব থেকেই ছড়িয়েছে করোনা ভাইরাস।
advertisement
1/4

চিনের বড় গোপন ফাঁস! মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে আনল কিছু কেবল মেসেজ যা থেকে ফের একবার ট্রাম্প প্রশাসনের কড়া দাবি, ইউহানের ভাইরোলজি ল্যাব থেকেই ছড়িয়েছে করোনা ভাইরাস। Representative image
advertisement
2/4
গত ডিসেম্বর মাসে চিনের ইউহানে প্রথম ছড়ায় করোনা সংক্রমণ। এই শহরই মারণ ভাইরাসের এপিসেন্টার। ২০১৮ সালে চিনে নিযুক্ত মার্কিন দূতাবাসের আধিকারিকরা ইউহানের চর্চিত সেই ভাইরোলজি ল্যাব পরিদর্শনে যান। এরপর, অডিওতে তাঁদের বলতে শোনা যাচ্ছে, '' ইউহানের ল্যাবে প্রশীক্ষণপ্রাপ্ত, দক্ষ টেকনিশিয়ান ও গবেষকের যথেষ্ট অভাব রয়েছে। ল্যাবের নিরাপত্তা সংক্রান্ত বিষয়টিও খতিয়ে দেখা প্রয়োজন।'' Representative image
advertisement
3/4
প্রকাশিত কেবল থেকে এও জানা যায়, মার্কিন দূতাবাসের আধিকারিকরা জানিয়েছিলেন, ওই গবেষণাগারে SARS-এর মত ভাইরাস নিয়ে গবেষণা চলতে পারে। কিন্তু এমন কোনও ভাইরাস যা মানব শরীরে সংক্রমণ ঘটায়, তা নিয়ে গবেষণা করতে গেলে সংশ্লিষ্ট দফতরের বিশেষ অনুমতি লাগে। Representative image
advertisement
4/4
অবশ্য, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের 'সেন্টার ফর ইনফেকশন অ্যান্ড ইমিউনিটি' বিভাগের অধিকর্তা ইয়ান লিপকিন বলছেন, 'আমার মনে হয় না, এই অডিও কোনওভাবে এটা প্রমাণ করে যে ইউহানের ল্যাব থেকে ইচ্ছাকৃতভাবে ভাইরাস ছড়ানো হয়েছে। সেটা প্রমাণের জন্য যথেষ্ট তথ্যপ্রমাণ প্রয়োজন।' Representative image
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
ইউহানের গবেষণাগার থেকেই ছড়িয়েছে করোনা, কেবল মেসেজ সামনে এনে ফের চ্যালেঞ্জ আমেরিকার