TRENDING:

Unlock4: স্কুল-কলেজ থেকে পরিবহণ, কী খুলবে কী বন্ধ, জানুন সব তথ্য

Last Updated:
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বিবৃতি দিয়ে জানাল বেশ কয়েকটি পরিষেবা চালু হতে চলেছে এই পর্বে।
advertisement
1/13
Unlock4: স্কুল-কলেজ থেকে পরিবহণ, কী খুলবে কী  বন্ধ, জানুন সব তথ্য
চতুর্থ আনলক পর্বের (UNLOCK 4) নির্দেশিকা ঘোষিত হল। ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে আনলক চার পর্ব। চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বিবৃতি দিয়ে জানাল বেশ কয়েকটি পরিষেবা চালু হতে চলেছে এই পর্বে।
advertisement
2/13
৭ সেপ্টেম্বর থেকে চলবে মেট্রো। তবে তা শর্তাধীন।
advertisement
3/13
কেন্দ্রের তরফে জানানো হয়েছে ১ সেপ্টেম্বর থেকে রাজনৈতিক, সাংস্কৃতিক, বিনোদোনমূলক কর্মকাণ্ডে ১০০ জন যোগ দিতে পারবে।
advertisement
4/13
এই পর্বে খুলছে না সিনেমা হল, সুইমিং পুল। তবে ১ সেপ্টেম্বর থেকে খুলে দেওয়া হবে ওপেন এয়ার থিয়েটার।
advertisement
5/13
ক্রীড়াক্ষেত্রেও একশো জনের জমায়েতে ছাড় দেওয়া হচ্ছে।
advertisement
6/13
কেন্দ্রের বন্দে ভারত মিশন ব্যাতীত কোনও আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু থাকবে না এই পর্বে।
advertisement
7/13
এই পর্বে বন্ধ থাকবে সমস্ত স্কুল। যদিও এ দিন আরও জানানো হয়েছে, কন্টেইনমেন্ট জোনের আওতাও পড়ে না এমন স্কুলগুলিকেতে শিক্ষকের পরামর্শ নিতে ছাত্ররা যেতে পারবে। তবে এই স্কুলগুলিতে আপাতত নবম শ্রেণি থেকে দ্বাদ্শ শ্রেণির ছাত্ররাই আসতে পারবে। সেক্ষেত্রে লাগবে অভিভাবকের লিখিত অনুমতি।
advertisement
8/13
৫০ শতাংশ শিক্ষক ও শিক্ষাকর্মীকে অনলাইনে পড়ানোর জন্য ও টেলি কাউন্সেলিংয়ের জন্য স্কুলে হাজিরা দিতে হবে।
advertisement
9/13
বিয়ে বা শ্রাদ্ধানুষ্ঠানে ডিসেম্বরের প্রথমার্ধে যোগ দিতে পারবে ২০ জন। ২০ সেপ্টেম্বের পর তা বাড়িয়ে ১০০ জন করা হবে। কন্টেইনমেন্ট জোনে কোনও জমায়েত করা চলবে না।
advertisement
10/13
আন্তঃরাজ্য চলাচলে কোনও নিষেধাজ্ঞা থাকছে না। দোকানগুলিতে সামাজিক দূরত্ব বিধি মেনেই পণ্য কিনতে হবে।
advertisement
11/13
advertisement
12/13
১০০ জনের বিধিবদ্ধ ধর্মীয় জমায়েতে নিষেধাজ্ঞা থাকছে না।
advertisement
13/13
১০ বছরের নীচে ও ৬৫ বছরের ঊর্ধ্বে বয়স যাদের, তাদের ঘরে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
Unlock4: স্কুল-কলেজ থেকে পরিবহণ, কী খুলবে কী বন্ধ, জানুন সব তথ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল