TRENDING:

বিশেষভাবে সক্ষম মানুষগুলির পাশে ‘ওরা’, সংস্থার হাত ধরে মিলল টীকাকরণের সুবিধা

Last Updated:
শিলিগুড়িতে প্রতিবন্ধীদের নিখরচায় টিকা করণের বন্দোবস্ত করলো ইউনিক ফাউণ্ডেশন, স্বস্তি পেল ওরা! 
advertisement
1/4
বিশেষভাবে সক্ষম মানুষগুলির পাশে ‘ওরা’, সংস্থার হাত ধরে মিলল টীকাকরণের সুবিধা
#শিলিগুড়ি: ওরা কেউ দৃষ্টিহীন। কেউ শাররীক প্রতিবন্ধী। কেউ আবার মানসিক ভারসাম্যহীন। তবে কোনো অংশেই পিছিয়ে থাকতে চায় না ওরা। কোভিড নিয়েও সচেতন ওরা। প্রতিনিয়ত করোনার আপডেট রেখেছে। সংবাদমাধ্যমে সমান নজর রেখে চলছে। এই মূহূর্তে সকলের মধ্যে যখন টিকা নেওয়ার ব্যস্ততা। তখন ওরা ঘরবন্দী। কেননা ওদের পক্ষে টিকা কেন্দ্রে যাওয়া সম্ভব নয়। কিন্তু কোভিডের মোকাবিলায় টিকা নেওয়াটাও জরুরী। আদৈ কি টিকার ডোজ নিতে পারবে? এই প্রশ্নটা যখন উঁকি মারছিল, সেইসময় ওদের পাশে এসে দাঁড়ালো শিলিগুড়ির একটি স্বেচ্ছাসেবী সংগঠন "ইউনিক ফাউণ্ডেশন টিম"।
advertisement
2/4
কেন ওরা টিকা থেকে বঞ্চিত হবে? এনিয়ে নিজেদের মধ্যে আলোচনায় বসে সংগঠনের সদস্যরা। সেইমতো আজ শিলিগুড়ির বিশেষ চাহিদা সম্পন্নদের টিকাকেন্দ্রে নিয়ে এল ওরা। "ধারাবাহিকভাবে এই প্রক্রিয়া চলবে। যাতে কেউই টিকা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই এগোবে তারা। এমনকী টিকার খরচও বহন করবে সংগঠনই। জানান সংগঠনের শক্তি পাল। নিজেদের উদ্যোগেই আজ শহর থেকে কিছুটা দূরে রাঙাপানিতে টিকা কেন্দ্রে ওদের নিয়ে যায় সংগঠনটি।
advertisement
3/4
" ভাবতে পারিনি শেষ পর্যন্ত টিকা নিতে পারবো। আজ যাদের জন্যে সম্ভব হল, তাদের কৃতজ্ঞতা জানাই। টিকা নিতে পেরে আমরা খুশী।" বললেন দৃষ্টিহীন শঙ্কর ঠাকুর। এদিন শহরের ১৬জনকে টিকা দেওয়া হয়মএদিকে খুব দ্রুত শিলিগুড়ির বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে কোভিড টিকা। প্রথম দফায় বয়স্ক ব্যক্তি এবং শারিরীক, মানসিক প্রতিবন্ধী, দৃষ্টহীনদের দেওয়া হবে এই টিকা। কাল এনিয়ে দিনক্ষন চূড়ান্ত ঠিক হতে পারে। জেলাশাসক, স্বাস্থ্য কর্তাদের নিয়ে বৈঠক করবেন পুর প্রশাসক।
advertisement
4/4
শিলিগুড়িতেও ঘরে ঘরে টিকাকরণ কর্মসূচী শুরু করবে পুরসভা। আজ শিলিগুড়ির পলিটেকনিক কলেজে ২০ বেডের সেফ হোম চালু করতে এসে একথা বলেন পুর প্রশাসক গৌতম দেব। তিনি এও জানান, কোভিডের তৃতীয় ঝড় মোকাবিলায় প্রস্তুত হচ্ছে শিলিগুড়ি। সূর্যনগর সমাজ কল্যান সমিতি সহ বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে চালু হল এই সেফ হোম। যেখানে থাকছে অক্সিজেনের সুবিধে। সম্পূর্ণ নিঃখরচায় হবে চিকিৎসা। Input- Partha Sarkar
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
বিশেষভাবে সক্ষম মানুষগুলির পাশে ‘ওরা’, সংস্থার হাত ধরে মিলল টীকাকরণের সুবিধা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল