ফের বিতর্কে WHO, উপসর্গহীন করোনা রোগী থেকে সংক্রমণ ছড়ানো নিয়ে ২৪ ঘণ্টার ব্যবধানে দু'রকম বিবৃতি
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, বারে বারে অবস্থান বদলে, করোনা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে হু। প্রশ্নের মুখে পড়ছে হু-এর গ্রহণযোগ্যতাও।
advertisement
1/5

করোনাভাইরাসের সামনে অসহায় গোটা বিশ্ব ৷ লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা নিয়ে বিভ্রান্তিকর তথ্য দিয়ে ফের বিতর্কে জড়াল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। উপসর্গহীন ব্যক্তির থেকে করোনা সংক্রমণ নিয়ে দু’দিনে দু’ধরনের জবাব দেয় হু।
advertisement
2/5
সোমবার জেনিভায় হু-এর ইমার্জিং ডিজিজেস ও জুনোসিস ইউনিটের প্রধান মারিয়া ভ্যান কারখোভ (Maria Van Kerkhove) বলেন, উপসর্গহীন ব্যক্তির থেকে সংক্রমণের ঘটনা বিরল। তার মন্তব্য নিয়ে চিকিৎসক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। আর তাতেই চব্বিশ ঘণ্টার মধ্যে অবস্থান বদল করে হু। Representative image
advertisement
3/5
মঙ্গলবার কারখোভ জানান, উপসর্গহীন ব্যক্তির থেকে সংক্রমণের আশঙ্কা বিরল কিনা, তা বলার সময় আসেনি। এ নিয়ে এখনও অনেক গবেষণা বাকি। আগের দিন এব্যাপারে দু-তিনটি প্রকাশিত গবেষণাপত্রের তথ্যের উপর ভিত্তি করে মন্তব্য করেছিলেন ৷
advertisement
4/5
এর আগেও মাস্ক নিয়েও দীর্ঘদিনের অবস্থান বদল করে হু। ৫ জুনের গাইডলাইনে, প্রত্যেককে জনসমক্ষে তিন স্তরীয় মাস্ক পরার পরামর্শ দেয় হু। এতদিন নাক, মুখ ঢাকার উপরই জোর দিচ্ছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা ৷
advertisement
5/5
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, বারে বারে অবস্থান বদলে, করোনা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে হু। প্রশ্নের মুখে পড়ছে হু-এর গ্রহণযোগ্যতাও।
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
ফের বিতর্কে WHO, উপসর্গহীন করোনা রোগী থেকে সংক্রমণ ছড়ানো নিয়ে ২৪ ঘণ্টার ব্যবধানে দু'রকম বিবৃতি