ভারতের দুটি ভ্যাকসিনের মানব দেহে ট্রায়াল শুরু হয়ে গেল! করোনা-মুক্তির আশায় বিশ্ব
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
advertisement
1/5

করোনা মহামারির এই দুঃসময়ে যখন গোটা বিশ্ব বাঁচার তাগিদে ভ্যাকসিনের সন্ধান চালিয়ে যাচ্ছে, তখন ভারতে একটি নয়, দু'দুটি সম্ভাব্য ভ্যাকসিন মানব শরীরে ট্রায়াল শুরু করল চলতি সপ্তাহে৷
advertisement
2/5
এই দুটি ভ্যাকসিন হল, Zydus Cadila ও ভারত বায়োটেকের সম্ভাব্য ভ্যাকসিন Covaxine৷ Zydus Cadila আনুষ্ঠানিক ভাবে জানিয়েছে, তাদের ভ্যাকসিন ZyCoV-D হিউম্যান ট্রায়ালে প্রবেশ করেছে৷ সংস্থার চেয়ারম্যান পঙ্কজ প্যাটেল জানিয়েছেন, Covid-19 বিরুদ্ধে লড়াইয়ে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ৷ প্রি-ক্লিনিক্যাল ট্রায়ালে ZyCoV-D নিরাপদ প্রমাণিত হয়েছে৷
advertisement
3/5
গত মঙ্গলবার ICMR-এর ডিরেক্টর জেনারেল অধ্যাপক বলরাম ভার্গব বলেন, ' বিশ্বের কয়েক লক্ষ মানুষ করোনা ভাইরাসে কাবু৷ তাই যত দ্রুত সম্ভব বিশ্ববাসীকে বাঁচানো আমাদের নৈতিক দায়িত্ব৷ তাই এই ভ্যাকসিনের ফাস্ট-ট্র্যাকিংয়ের খুবই জরুরি৷' দুটি ভ্যাকসিনই ইঁদুর ও খরগোশের উপর প্রয়োগে ভালো ফল মিলেছে৷ এ বার মানব শরীরে ট্রায়াল শুরু হচ্ছে৷
advertisement
4/5
ভ্যাকসিন নিয়ে আরও একটি আশার আলো হল সেরাম ইনস্টিটিউট অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিন৷ সেটিকে কাসউলিতে সেন্ট্রাল ড্রাগস ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে স্টেরিলিটি টেস্টেপ জন্য৷ কবে হিউম্যান ট্রায়াল শুরু হচ্ছে? সংস্থার বক্তব্য, অগাস্টে কিছু ভালো খবর আশা করা যেতে পারে৷
advertisement
5/5
তাত্পর্যপূর্ণ ভাবে মার্কিন বায়োটেক সংস্থা মডার্নার তৈরি ভ্যাকসিন মানবদেহে ট্রায়ালের প্রথম ধাপে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে৷
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
ভারতের দুটি ভ্যাকসিনের মানব দেহে ট্রায়াল শুরু হয়ে গেল! করোনা-মুক্তির আশায় বিশ্ব