TRENDING:

Corona New Wave: ফের করোনার নয়া স্ট্রেনের সন্ধান, ৭০ শতাংশ আক্রান্তের শরীরে মিলছে 'Eek' ভাইরাস

Last Updated:
ফের নয়া এক স্ট্রেনের সন্ধান মিলল জাপানে। যা নিয়ে ফের নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। তবে কি দ্বিতীয় ঢেউ সামাল দেওয়ার আগে ফের তৃতীয় ঢেউ আছড়ে পড়বে বিশ্বে?
advertisement
1/6
ফের করোনার নয়া স্ট্রেনের সন্ধান, ৭০ শতাংশ আক্রান্তের শরীরে মিলছে 'Eek' ভাইরাস
*প্রথম ঢেউ সামলে ওঠার আগেই করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে বিশ্বের একাধিক দেশে। সেই তালিকায় রয়েছে ভারতও। বিগত একমাস ধরে করোনার দ্বিতীয় ঢেউ এক একে করে দেশের একাধিক রাজ্যকে গ্রাস করেছে। আজ সব রেকর্ড ভেঙে ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে এক লক্ষে। সংগৃহীত ছবি। 
advertisement
2/6
*এ বারে ফের নয়া এক স্ট্রেনের সন্ধান মিলল জাপানে। যা নিয়ে ফের নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। তবে কি দ্বিতীয় ঢেউ সামাল দেওয়ার আগে ফের তৃতীয় ঢেউ আছড়ে পড়বে বিশ্বে? এই আশঙ্কাতেই দিন গুঞ্ছেন বিজ্ঞানীরা। সংগৃহীত ছবি। 
advertisement
3/6
*জাপানের পাবলিক ব্রডকাস্টার NHK রবিবার জানিয়েছে, টোকিও হাসপাতালে শেষ এক মাসে যারা করোনা সংক্রমণ নিয়ে ভর্তি হয়েছেন, তাঁদের ৭০ শতাংশের শরীরে করোনার নতুন স্ট্রেনের সন্ধান মিলেছে, যে স্তেরের অপরে ততটা কার্যকরী হচ্ছে না টিকা। সংগৃহীত ছবি। 
advertisement
4/6
*E484K মিউটেশন বা কিছু বিজ্ঞানী বিজ্ঞানী বলছেন 'Eek'। টোকিও মেডিক্যাল এবং ডেন্টাল ইউনিভার্সিটি মেডিক্যাল কলেজে মার্চ মাসে ১০-১৪ জন করোনা আক্রান্তের শরীরে এই 'Eek' স্ট্রেনের অস্তিত্ব লক্ষ করা গিয়েছে। যা নিয়ে শুরু হয়েছে বিস্তর গবেষণা। সংগৃহীত ছবি। 
advertisement
5/6
*দেশের চিকিৎসকরা জানিয়েছেন, ২ মাসে ৩৬ জন করোনা আক্রান্তের মধ্যে ১২ জনের শরীরে এই নয়া স্ট্রেনের সন্ধান মিলেছে। যাদের মদঝ্যে কারও বিদেশে যাওয়া বা অন্যও কোনও দেশ থেকে আসা কারও সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যোগাযোগের কোনও রেকর্ড নেই। ফলে বিজ্ঞানীরা  একপ্রকার নিশ্চিত ভাইরাসের মিউটেশনের ফলে এই নয়া স্ট্রেন তৈরি হয়েছে। সংগৃহীত ছবি।     
advertisement
6/6
*যদিও করোনার এই স্ট্রেন নিয়ে টোকিও হাসপাতালের তরফে এখনও কোনও তথ্য বা বিবৃতি জানানো হয়নি।  উল্লেখ্য, শুক্রবার টোকিয়তে ৪৪৬ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছে। অসাকাতে সঙ্খ্যাটা ৬৬৬।  সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
Corona New Wave: ফের করোনার নয়া স্ট্রেনের সন্ধান, ৭০ শতাংশ আক্রান্তের শরীরে মিলছে 'Eek' ভাইরাস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল