Unlock 1.0| জট কাটার ইঙ্গিত মেলেনি, দীর্ঘ অপেক্ষার পরেও শুরু হল না টলিপাড়ার শ্যুটিং
- Published by:Shubhagata Dey
Last Updated:
টলিপাড়ার শুটিং ১০ জুন শুরু হওয়ার কথা ছিল । কিন্তু বিমা নিয়ে টানাপোড়েনে জেরে তা শুরু হল না ।
advertisement
1/8

*টলিপাড়ার শুটিং ১০ জুন শুরু হওয়ার কথা ছিল । কিন্তু বিমা নিয়ে টানাপোড়েনে জেরে তা শুরু হল না । প্রযোজকদের সংগঠন ডব্লিউএটিপি-র সোশ্যাল মিডিয়ার পেজে একটি বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে যে আর্টিস্টস ফোরামের আপত্তির কারণেই শুটিং শুরু করা যাচ্ছে না ।
advertisement
2/8
*এদিন শুটিং শুরু না হওয়ায় লকডাউনের প্রথম দিনের মতোই সকাল থেকে শুনশান টলিপাড়া । প্রায় কোনও স্টুডিতেই দেখে মেলেনি তারকা বা টেকনিশিয়ানদের । এমনকি দরজা খোলেনই টালিগঞ্জের সব স্টুডিওর । টেকনিশিয়ান স্টুডিওতে শুটিং-এর সেট তৈরি হয়ে গেলে, এদিন সকালে তা আবার ভেঙে ফেলা হয় ।
advertisement
3/8
*৯ জুন বিকেলে বেশ কিছু ধারাবাহিকের ইউনিটের সদস্যরা কল টাইম পেয়ে যান। ‘ত্রিনয়নী’, ‘চুনি পান্না’-সহ আরও বেশ কিছু ধারাবাহিকের শুটিং শুরু হওয়ার কথা ছিল ১০ জুন থেকে। সেই সব ইউনিটকেই পরে জানিয়ে দেওয়া হয় যে ১০ জুন থেকে শুটিং শুরু হচ্ছে না।
advertisement
4/8
*শুটিং শুরু না হওয়ার প্রধান কারণ আর্টিস্টস ফোরাম তাদের সদস্যদের স্বাস্থ্য ও সুরক্ষা বিমা নিয়ে যে প্রস্তাবগুলি রেখেছিল বাকি তিনটি পক্ষের কাছে, তার মধ্যে একটিতে সহমত হচ্ছেন না প্রযোজকরা এবং চ্যানেল কর্তৃপক্ষ । তাই জট কাটাতে মঙ্গলবার রাতে জরুরি ভিত্তিতে টেকনিশিয়ানস স্টুডিওতে বৈঠকে বসে ডব্লিউএটিপি, ফেডারেশন, আর্টিস্ট'স ফোরাম ও বিনোদন চ্যানেলের প্রতিনিধিরা ।
advertisement
5/8
*আর্টিস্ট'স ফোরামের তরফে দাবি করা হয় , স্বাস্থ্য বিমার নথি হাতে না পাওয়া পর্যন্ত আর্টিস্টদের সুরক্ষা বা বিমার দায়িত্ব নিক বিনোদন চ্যানেল ও টেলিভিশনের প্রযোজকরা । সেই দাবি মানতে নারাজ চ্যানেল ও ডব্লিউএটিপি ( West Bengal TV Producers WATP) ।
advertisement
6/8
*আর্টিস্ট'স ফোরামের কার্যকরী সভাপতি শঙ্কর চক্রবর্তী জানান, 'আমরা বলেছিলাম আমাদের শুটিং করতে কোনও বাধা নেই। কিন্তু এখনও বিমার নথি হাতে আসেনি। তাই আর্টিস্টদের সুরক্ষার কথা মাথায় রেখে আমরা চ্যানেল ও প্রযোজকদের অনুরোধ করেছিলাম, এই সময়ের মধ্যে কোনও অঘটন ঘটলে তার দায়িত্ত্ব যেন তাঁরা নেন, কিন্তু সেটা মানতে তাঁরা নারাজ। '
advertisement
7/8
*এ দিকে, ডব্লিউএটিপি-র প্রেসিডেন্ট শৈবাল বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ' আমরা এবং চ্যানেল শুটিং শুরু করতে প্রস্তুত ছিলাম। কিন্তু যে দাবি আর্টিস্ট'স ফোরাম করেছে, সেটা চ্যানেল বা আমাদের পক্ষে মানা সম্ভব নয়। আগামিকাল শ্যুটিং শুরু না হলে চ্যানেল অনির্দিষ্টকালের জন্য শ্যুটিং শুরু করা স্থগিত করে দিতে পারে।' সংগৃহীত ছবি ।
advertisement
8/8
*ডব্লিউএটিপি-র সদস্য রাজ চক্রবর্তী জানিয়েছেন ' আমরা তৈরি ছিলাম। আর্টিস্ট'স ফোরাম হঠাৎ বেঁকে বসায় শ্যুটিং শুরু করা যাচ্ছে না ।' যদিও ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসে দাবি, 'সমাধান সূত্র বেরিয়ে আসবে। আমরা শুটিং শুরু করতে পার।'
বাংলা খবর/ছবি/করোনা ভাইরাস/
Unlock 1.0| জট কাটার ইঙ্গিত মেলেনি, দীর্ঘ অপেক্ষার পরেও শুরু হল না টলিপাড়ার শ্যুটিং